ইমদাদুল হক; সিলেট থেকে
দেশব্যাপী অব্যাহত সড়ক দূর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং মৌভলীবাজার-বি-বাড়ীয়া রোটে নিহত মাওলানা আবু সুফিয়ান নিজাম, মাওলানা সাইদুর রহমানসহ ৮ নিহত পরিবারকে ক্ষতিপূরনের দাবিতে আজ শুক্রবার বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে মাদানী কাফেলা বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্দোগে মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার মৌলভীবাজার –বি বাড়ীয়া রুডে একই পরিবারের ৬ জন, নিকটাত্মীয় আরও ২জনসহ মোট ৮ জন নিহত হন। সড়ক দুর্ঘটনায় নিহত বর মাওলানা আবু সুফিয়ানের পরিবার, তার চাচা মতিউর রহমানের পরিবার, দুরুদ মিয়ার পরিবার ও মাওলানা সাইদুর রহমানের পরিবার নেহায়েত গরীব! স্বজনহারা পরিবারে এখন চলছে শোকের মাতম। উপাজর্নক্ষম মানুষজনকে হারিয়ে ৪টি পরিবার প্রায় নিঃস্ব। দুর্ঘটনায় নিহত দের প্রতিটি পরিবারকে এনা পরিবহনের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরনের দাবি জানান নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, বাস-চালকদের প্রতি একদিন অন্তর ছুটি ঘোষণা এবং চলন্ত অবস্থায় যানবাহনে মোবাইল ও উচ্চ আওয়াজে গান বাজনা নিষিদ্ধ করা উচিত। মাদানী কাফেলার কেন্দ্রীয় সভাপতি রুহুল আমীন নগরী বলেন, চালকদের দক্ষতা বৃদ্ধির বিষয়টি ক্ষতিয়ে দেখতে মোবাইল কোর্ট এর মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। ত্রুটিপুর্ণ যানবাহন নিষিদ্ধ পাশাপাশী ড্রাইভারদের যথাযথ রেষ্টের, ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে সড়ক র্দুঘটনা রোধ করা সম্ভব হবে। নেশাগ্রস্থ, রুক্ষ মেজাজের অধিকারী চালকরাই অধিকতর র্দুঘটনায় পতিত হয়। চালকদের স্বতন্ত্র ড্রেসকোর্ড এবং পরিচয় পত্র সঙ্গে রাখাকে বাধ্যতামূলক করতে হবে। মহাসড়কের ড্রাইভারদের পরিচয়পত্র গাড়ীতে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। প্রতি ৫০ কি:মি : অন্তর চেকপোষ্ট এ দায়িত্বরত কর্মকর্তাদের নিকট যাত্রীদের অভিযোগ প্রদানের ব্যবস্থা রাখলে অনেকাংশে সড়ক র্দূঘটনা কমানো সম্ভব হবে নেতৃবৃন্দ মনে করেন।
মহানগর আহবায়ক হাফিজ শিব্বির আহমদ রাজির সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে ৭ দফা দাবি ঘোষণা করেন কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী। হাফিজ মাহদি হাসান মিনহাজের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মুসলিম ঐক্যপরিষদের চেয়ারম্যান মাওলানা আছলাম রহমানী, জামেয়া ফাতেমা যাহরা মাদরাসার প্রিন্সিপাল মুফতি ফয়জুল হক জালালাবাদী,শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সালিম কাসেমী, জামেয়া হিদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, কাফেলার সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সিলেট জেলা মাদানী কাফেলার আহবায়ক হাফিজ মাসউদ আজহার, ঢাকা মহানগর মাদানী কাফেলার সদস্য সচিব আহমাদুল হক উমাম, বিশিষ্ট ক্বারী হাফিজ আবু ইউসুফ চৌধুরী, মানব কল্যান পরিষদ গহরপুরের সভাপতি শিহাবুদ্দিন খান, জাগরণ শিল্পীগোষ্টির পরিচালক হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ আব্দুল করিম হেলালী, মাওলানা যাকারিয়া যাকি, তামিম আহমদ চৌধুরী, এম এম ফাহিম খান, আরীফ রব্বানী, মাওলানা জাকারিয়া জাকির, মাহফুজুর রহমান, সাজ্জাদ হোসাইন রুমন, তারেকুল ইসলাম তারেক প্রমুখ।
আরআর