সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ব্রিটিশ নাগরিকের ৩০ বার হজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj-6আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের একজন হাজি ত্রিশ বারের মতো হজ সম্পন্ন করেছেন। পাশাপাশি এই হজ মৌসুমে দেশটির হাজিদের নেতৃত্ব দিচ্ছেন।

ব্রাইটন মুস্তাফা মুহাম্মদ নামের এই হাজি যুক্তরাজ্য থেকে আসা নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ২০০ জন  হাজির একটি দলের নেতৃত্ব দিচ্ছেন।

ব্রাইটন বলেন, আমি কয়েক বছর ধরেই যুক্তরাজ্যের হজ এজেন্সি তাওয়াফা এসোসিয়েশন এর সাথে কাজ করছি। আমি হজের সময় যে আনুষ্ঠানিকতা প্রয়োজন হয় তার অনুবাদ করে দেই। আমার দেশের হাজিদের সেবা করার এই দায়িত্ব পালন করে আমি গর্বিত।

যুক্তরাজ্য থেকে আসতে প্রতি বছর গড়ে ২৫ হাজার সৌদি রিয়াল (৫ লাখ ২৩ হাজার টাকা) প্রয়োজন হয়। সে হিসেবে তার মোট খরচ ১ কোটি ৫৬ লাখ ৮১ হাজার টাকা। তবে পুরো টাকাটা তার বহন করতে হয়নি। এসোসিয়েশন থেকেও বহন করা হয়েছে।

তিনি বলেন,  প্রথম বার যারা হজ করতে আসে তাদের জন্য কাজ করতে পারাটা খুবই আনন্দের। কেননা নতুন জায়গা ও পরিবেশে এসে তারা খুবই উদ্বিগ্ন থাকে । কিন্তু প্রতি মূহুর্তে নতুন কিছু শেখার এক ধরণের আনন্দও আছে।

অনেক বছর ধরে কাজ করার ফলে অনেক ধরণের অভিজ্ঞতার সম্মুখীন  হয়েছেন ব্রাইটন। ধর্ম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি হওয়ার পাশাপাশি তার নিজের এখন একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। যার দ্বারা মানুষ হজ সম্পর্কে যেকোনো ধরণের পরামর্শ নিতে পারবেন।

ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক ব্রাইটন। তার স্ত্রী ও সন্তানেরাও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তার আরেকজন সহকারী হাজি মুহাম্মদ আথিম ১০ বারেরমতো হজ করেছেন বলে জানান তিনি।

ব্রাইটন জানান, তিনি কখনোই তেমন কোনো সমস্যার মুখোমুখি হননি। তাছাড়া হজ শেষ করে  দেশে পৌছানোর পরও কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েননি আজো।

তার ভাষায়, ব্রিটেন হজের ব্যাপারে তাদের বেশ সহযোগিতা করছে। এখানে ধর্ম পালন করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে।

সূত্র: অর্থসূচক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ