শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বিশ্বে সবচেয়ে বেশি কুরবানি বাংলাদেশে; দ্বিতীয় পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qurbaniআওয়ার ইসলাম: বাংলাদেশের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশে প্রায় এক কোটি পাঁচ লাখ পশু কুরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে ৯ লাখ বেশি। গত বছর দেশে কুরবানি হয়েছিল ৯৬ লাখ পশু। পশুর মধ্যে সবচেয়ে বেশি কুরবানি হয়েছে ছাগল ও ভেড়া। দেশে গরু কুরবানি হয়েছে ৩৩ লাখ।

এ বিষয়ে মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম জানিয়েছেন, এবার ভারতীয় গরুসহ এক কোটি ২০ লাখ পশু কুরবানির হাটে বিক্রির জন্য আনা হয়েছিল। শেষ সময়ে গরুর সরবরাহ বেশি হয়ে যাওয়ায় অনেক গরুই বিক্রি হয়নি।

দেশের সর্ববৃহৎ গরুর হাট গাবতলী হাটের সাধারণ সম্পাদক জানান, গাবতলী থেকে শেষ দিন প্রায় ৩ হাজার ট্রাক গরু নিয়ে ফিরে গেছে।

অন্যদিকে, পাকিস্তানের জিও টিভি তাদের ট্যানারি অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে জানিয়েছে, ঈদে পাকিস্তানে কুরবানি হয়েছে প্রায় ১ কোটি পশু। এরমধ্যে ছাগল কুরবানি হয়েছে ৪০ লাখ, গরু ২৭ লাখ, ভেড়া ৮ লাখ এবং উট ৩০ হাজার।

এ হিসাবে বাংলাদেশ কুরবানির দিক থেকে পাকিস্তানকে ছাড়িয়ে গেল। বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর দিক থেকে পাকিস্তান দ্বিতীয় দেশ। বাংলাদেশ তৃতীয়।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠী বাস করে ইন্দোনেশিয়ায়। তাদের ট্যানারি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় পশু কুরবানি হয়েছে ৫৫ লাখ।

সৌদি আরবের জেদ্দা চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী, এ বছর হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ, যা গত বছরের চেয়ে ৫ লাখ কম। হাজীদের জন্য পশু কুরবানি একটি আবশ্যিক অনুষঙ্গ। তথ্য অনুযায়ী, হাজীদের দেওয়া কুরবানিসহ সৌদি আরবে এ বছর পশু কুরবানি হয়েছে ২৫ লাখ। তুরস্কে পশু কুরবানি হয়েছে ১ লাখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ