শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

বিশ্বে সবচেয়ে বেশি কুরবানি বাংলাদেশে; দ্বিতীয় পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qurbaniআওয়ার ইসলাম: বাংলাদেশের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশে প্রায় এক কোটি পাঁচ লাখ পশু কুরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে ৯ লাখ বেশি। গত বছর দেশে কুরবানি হয়েছিল ৯৬ লাখ পশু। পশুর মধ্যে সবচেয়ে বেশি কুরবানি হয়েছে ছাগল ও ভেড়া। দেশে গরু কুরবানি হয়েছে ৩৩ লাখ।

এ বিষয়ে মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম জানিয়েছেন, এবার ভারতীয় গরুসহ এক কোটি ২০ লাখ পশু কুরবানির হাটে বিক্রির জন্য আনা হয়েছিল। শেষ সময়ে গরুর সরবরাহ বেশি হয়ে যাওয়ায় অনেক গরুই বিক্রি হয়নি।

দেশের সর্ববৃহৎ গরুর হাট গাবতলী হাটের সাধারণ সম্পাদক জানান, গাবতলী থেকে শেষ দিন প্রায় ৩ হাজার ট্রাক গরু নিয়ে ফিরে গেছে।

অন্যদিকে, পাকিস্তানের জিও টিভি তাদের ট্যানারি অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে জানিয়েছে, ঈদে পাকিস্তানে কুরবানি হয়েছে প্রায় ১ কোটি পশু। এরমধ্যে ছাগল কুরবানি হয়েছে ৪০ লাখ, গরু ২৭ লাখ, ভেড়া ৮ লাখ এবং উট ৩০ হাজার।

এ হিসাবে বাংলাদেশ কুরবানির দিক থেকে পাকিস্তানকে ছাড়িয়ে গেল। বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর দিক থেকে পাকিস্তান দ্বিতীয় দেশ। বাংলাদেশ তৃতীয়।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠী বাস করে ইন্দোনেশিয়ায়। তাদের ট্যানারি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় পশু কুরবানি হয়েছে ৫৫ লাখ।

সৌদি আরবের জেদ্দা চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী, এ বছর হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ, যা গত বছরের চেয়ে ৫ লাখ কম। হাজীদের জন্য পশু কুরবানি একটি আবশ্যিক অনুষঙ্গ। তথ্য অনুযায়ী, হাজীদের দেওয়া কুরবানিসহ সৌদি আরবে এ বছর পশু কুরবানি হয়েছে ২৫ লাখ। তুরস্কে পশু কুরবানি হয়েছে ১ লাখ।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ