মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

এবার কমলাপুর থেকে পাতাল ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

patal2আওয়ার ইসলাম: দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল স্ট্রেশন কমলাপুর থেকে মাটির নিচ দিয়ে যাবে ট্রেন। এ লক্ষ্যে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার।  আগামী একনেক বৈঠকের কার্য তালিকায় নতুন এ প্রকল্পটি উঠানো হবে বলে জানিয়েছে প্ররিকল্পনা মন্ত্রণালয়। ঐ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, রাজধানী ঢাকা শহরের যানজট কমাতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এ প্রকল্পর মাধ্যেমে কমলাপুর থেকে টঙ্গী হয়ে জয়দেবপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে একটি পাতাল রেল করবে সরকার।

পাতাল রেলটিতে প্রায় ৫ থেকে ৬ টি স্ট্রেন থাকবে, স্ট্রেশন গুলোতে সাধারণ যাত্রীরা উঠা নামা করতে পারবে। প্রতিটা স্ট্রেশনে তিন মিনিট করে বিরতি দেওয়া হবে।  প্রথমিক অবস্থায় প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৬৭ কোটি ২০ লাখ টাকা। প্রকল্পটিতে সহায়তা করতে কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে। পাতাল রেলটি ২০২১ সালের আগে নির্মান করতে চায় সরকার।

প্রসঙ্গত, কমলাপুর থেকে জয়দেপুর পর্যপন্ত পাতাল রেল নির্মিত হলে নগরীর যানজট অনেকাংশে কমে আসবে। তাছাড়া গাজীপুর ও টঙ্গী থেকে সহজে ঢাকায় অফিস করতে পারবেন সাধরণ মানুষ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ