বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বন্দরের জনসংযোগ ও মিডিয়া ম্যানেজার তুর্কি আল জীব বলেন, চলতি বছরের শেষে এই বিমানবন্দরে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী যাতায়াতের রেকর্ড হতে যাচ্ছে। এই বন্দরের ধারণ ক্ষমতা ৮৫ লাখ যাত্রীর। এই বিমানবন্দর চালু হওয়ার পরে চলতি বছরই সর্বোচ্চ যাত্রী যাতায়াতের রেকর্ড হবে।
জীব আরো বলেন, গত বছর এই বিমানবন্দরে ৩ কোটি যাত্রী যাতায়াত করেছিল। প্রতি ২৪ ঘন্টায় ৭ শ’ ফ্লাইট হয় এই বিমানবন্দরে। যাত্রীর অধিক চাপ কমাতে বিমানবন্দরের দক্ষিণাঞ্চলীয় হল থেকে ৩৭টি অভ্যন্তরিণ হজ ও ওমরাহ ফ্লাইটের পরিকল্পনা করেছে বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরের প্রশাসন। ১৫ মহরম পর্যন্ত ৪ হাজার ফ্লাইটে সাড়ে ৭ লাখ হজ ও ওমরাহ যাত্রী সৌদি ত্যাগ করবে বলে তিনি জানান। আরব নিউজ