শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক এরশাদ ‘নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়’ ৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি

শেরপুরে দুইজনের অপমৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

picsay-1473954392791মিনহাজ উদ্দীন, শেরপুর : শেরপুরে সদর উপজেলার ঘুঘরাকান্দি ইউনিয়নে ও গাজীরখামার ইউনিয়নের দুটি গ্রামে পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু হয়েছে। উপজেলার ঘুঘরাকান্দি ইউনিয়নের চরখারচর গ্রামে মমিন(২২) নামে এক ব্যাক্তি গলায় ফাসি দিয়ে মারা গেছে।মৃত মমিন ঐ গ্রামের মো: হারেজ আলীর ছেলে।

শেরপুর সদর থানার এস আই রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল (বুধবার) রাতে মমিন ঘুমাতে যায় এবং রাতের কোন এক সময় নিজ কক্ষেই সে গলায় ফাঁসি নেয় । পরে সকালে বেশ ডাকাডাকি করে সাড়া না পেলে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরিবারে জিজ্ঞাসাবাদে জানা গেছে মমিন মাদকাসক্ত ছিল । হয়ত মাদক গ্রহন না করতে পেরে মাদকের নেশায় এ ঘটনা ঘটাতে পারে।

অন্যদিকে একই উপজেলার গাজীর খামার ইউনিয়নের তারাগড় ভিকিরপাড় গ্রামে বিষপানে পারভীন (২২) নামে আরো এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ওই গৃহবধু মমতাজ আলীর স্ত্রী । মমতাজ পেশায় ইটভাটার শ্রমিক ।

শেরপুর সদর থানার এস আই মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, প্রাথমিক ভাবে আমরা যেটুকু জেনেছি, ঈদে জামা কাপড় কিনে না দেয়ায় স্বামীর প্রতি ক্ষিপ্ত ছিল পারভীন । পরে গত কাল (বুধবার) রাত ১১ টার দিকে অভিমানে বিষপান করলে আশংকাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে গণইবড়ুয়া এলাকায় সে মারা যায়। তার লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ