আওয়ার ইসলাম : ঈদুল আজহার দিনে কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে দুজন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে আরো ৩০ জন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঈদের নামাজের পরপরই কাশ্মীরের বন্দিপোরায় সংঘাত শুরু হয়।একদল বিক্ষোভকারী ভারতীয় নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রথমে পাথর ছুড়তে শুরু করে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিক্ষোভকারীদের হটিয়েপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও ছররা বন্দুকের গুলি ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী।
এ সময় ১৯ বছরবয়সী এক তরুণেরমৃত্যু হয়। আহত হন অনেকেই। ঈদের দিনে বন্দিপোরায় এই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে দক্ষিণ কাশ্মীরের শোফিয়ান জেলাতেও। সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে এক তরুণ নিহত হয়।
এফএফ