শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

‘ইমামকে হত্যা করা মানে গোটা সমাজকে হত্যা করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iamamইমদাদুল হক: ওসমানীনগর উপজেলার দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বিশ্বেরোড এলাকায় আজ বিকেলে বুরুঙ্গা ইউনিয়ন ইমাম সমিতি ও আমরা বুরুঙ্গাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়।

হাজিপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা হোসাইন এর সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও কমিউনিটি নেতা মাওলানা মুখতার হুসাইন, বিশিষ্ট ব্যাবসায়ি হাফিজ সইদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুস সামী, মাওলানা আব্দুস সালাম, কাজী খলিলুর রহমান, মুফতি কামরুল ইসলাম, মুফতি ইমদাদুল হক, মাওলানা ইমরান খান, হাফিজ মাহমুদ হুসাইন, ছাত্রনেতা রাশেদ আহমদ, তাহের মিসবাহ প্রমুখ।

বক্তারা বলেন, মসজিদের ইমাম সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি।। দেশে একের পর এক ইমাম মুয়াজ্জিন হত্যা করা হচ্ছে অথচ প্রশাসন নির্বিকার, মিডিয়া নিশ্চুপ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে, আন্দারকোনা মসজিদের ইমামকে নির্মমভাবে হত্যা করার পর এক সপ্তাহ অতিক্রম হয়ে গেছে অথচ পুলিশ এখনও পর্যন্ত অপরাধীদের গ্রেফতার কিংবা শনাক্ত করতে পারেনি। এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।

বক্তব্যে আরোও বলা হয়, সরকার জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যুতে ইমামদের সহযোগিতা নেন। এমনকি তাকে হত্যা করার সপ্তাহখানেক পূর্বে, ওসির আহবানে উপজেলা পরিষদের একটি প্রোগ্রামে তিনি আরো কয়েকজন ইমামকে সাথে নিয়ে উপস্থিত হন। আজ আমরা দেখছি এই ইমামের হত্যার বিচারে স্তব্ধতা, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বিভিন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, পুলিশ সদস্য ও এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৭  সেপ্টেম্বর বুধবার রাতে দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) জামে মসজিদের ইমাম মাও. আব্দুর রহমানকে মসজিদ সংযুক্ত কক্ষে দুস্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ