বাগেরহাট: সার দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ টায় এক যোগে মোরেলগঞ্জ সদর রওশন-আরা মহিলা ডিগ্রি কলেজ, লতিফিয়া ফাজিল মাদ্রাসা, রওশন-আরা বালিকা বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, এসবি আদর্শ বহুমূখি মাধ্যমিক বিদ্যালয়, আ. আজিজ মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, গুলিশাখালী ফাজিল মাদ্রাসা, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়, আবু হুরায়রা রা. আদর্শ দাখিল মাদ্রাসা, এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা, বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ধানসাগর পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, শহীদ শেখ রাসেল স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়, সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেতারা আব্বাস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, ঢুলিগাতী এমটি মাধ্যমিক বিদ্যালয়, পারকুমারখালী মাধ্যমিক বিদ্যালয়, সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়, কেকে পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ-মাদ্রাসায় অনুরুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসব অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, সুধিজন ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
এআর