শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

অসহায় এতিমদের শিক্ষিত করছে কওমী মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রেস বিজ্ঞপ্তি: জামিআ ফারুক্বিয়্যাহ, সিলেট'র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ ক্বারী মাওলানা আব্দুল মতিন বলেন, এ দেশের কওমী মাদ্রাসাসমুহ যুগ যুগ ধরে আদর্শ ও নীতিবান নাগরিক সৃষ্টিতে অতুলনীয় অবদান রেখে আসছে। উচ্চবিত্ত শ্রেণির সন্তানদের পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত অসহায়-এতিম জনগোষ্ঠীকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলছে দেশের সকল কওমী মাদ্রাসা।

কারী আব্দুল মতিন আরো বলেন, এক শ্রেণির জ্ঞানপাপীরা বলে থাকে কওমী মাদ্রাসায় নাকি জঙ্গি সৃষ্টি হয়। আজ দিবালোকের ন্যায় সত্য উদ্ভাসিত হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় কওমী মাদ্রাসার কোন সংশ্লিষ্টতা নেই। কওমী মাদ্রাসা জঙ্গি তৈরি করে না বরং জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের শিক্ষা দেয়। ইসলাম জঙ্গিবাদে বিশ্বাসী নয়।

al-faruk

বৃহস্পতিবার জামিয়া ফারুক্বিয়্যাহ’র ছাত্র মিলনায়তনে  আল-ফারুক ছাত্র সংসদের নবীন বরণ ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিতের বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্টানে উদ্বোধনী বক্তব্য রাখেন, জামিয়ার সদরুল মুদাররিসীন ও শিক্ষা সচিব মাওলানা আব্দুল আজিজ। আল ফারুক ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জামিয়ার শিক্ষক ও ছাত্রাবাস তত্ত্বাবধায়ক মুফতি মাহবুবুল হক, মাওলানা জামীলুর রহমান, মুহা. ইসলাম উদ্দিন, মুহসিন দেওয়ান, সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ সুহাগ, মোবারক হোসাইন, আব্দুল মুবিন প্রমুখ।

অনুষ্ঠানে আল ফারুক ছাত্র সংসদের নব নির্বাচিত সদস্যদের শপথনামা পাঠ করান ছাত্র সংসদ সভাপতি কারী মাওলানা আব্দুল মতিন। এছাড়া ২০১৬-১৭ইং শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন পুরাতন শিক্ষার্থীরা।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ