আওয়ার ইসলাম : পাকিস্তানকে আটটি অ্যাটাক সাবমেরিন দেবে চীন। ২০১৮ সাল নাগাদ ডিজেলচালিত এসব সাবমেরিন পাকিস্তানের হাতে আসবে বলে জানা গেছে। পাকিস্তান নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
পাঁচ বিলিয়ন ডলার মূল্যের এই সাবমেরিনগুলো কিনতে চীন সহজ শর্তে ঋণ দেবে বলেও জানা গেছে।
বিশ্লেষকেরা বলছেন, এগুলো হবে চীনা পিপলস লিবারেশন আর্মি নেভির টাইপ ০৩৯ এবং টাইপ ০৪১ ইউয়ান-ক্লাস প্রচলিত অ্যাটাক সাবমেরিন।
২০২৩ সাল নাগাদ পাকিস্তান প্রথম চারটি সাবমেরিন হাতে পাবে বলে ধারণা করা হচ্ছে।
এফএফ