শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

জঙ্গিবাদের বিরুদ্ধে মৌলভীবাজারে কওমি শিক্ষার্থীদের দীর্ঘ মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitlbbbed-1এহসান বিন মুজাহির: বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)এর আহবানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা শহরে কওমী শিক্ষার্থীদের সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী ইতিহাসের দীর্ঘ মানববন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে (কোর্ট রোড) সকাল ১০ টায় শুরু হয়ে ১১ টা পর্যন্ত চলে এ মানববন্ধন।

মানববন্ধনে মৌলভীবাজার জেলার প্রায় আড়াই হাজার কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। কয়েক কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক এ মানববন্ধনে শতাধিক ফেস্টুন এবং প্রচুর ব্যানার ব্যবহৃত হয়। এমানববন্ধনে মৌলভীবাজারের বেফাকের আওতাধীন সব কওমি মাদরাসা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বেফাকের মৌলভীবাজার জেলা সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারি ধর্মপুরির সভাপতিত্বে ও  মাসিক হেফাজতে ইসলামের নির্বাহী সম্পাদক হাফিজ মাওলানা নাজমুল হকের পরিচালনায় মানবন্ধনে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এম.পি আলহাজ্ব আজিজুর রহমান একাত্বতা ঘোষণা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন বেফাকের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক, রায়পুর মাদরাসার প্রিন্সিপাল মাও. গিয়াস উদ্দীন, জামেয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাও. হাবিবুর রহমান কাসেমী, দারুল উলুম মাদরাসার পক্ষে হাফিজ মাওলানা আজমান আলী, জামেয়া লুৎফিয়া বরুণাার পক্ষে মাও. শেখ হাদী আলম হামিদী, জামেয়া শেখবাড়ি মাদরাসার পক্ষে ভাইস প্রিন্সিপাল মাও. শেখ আহমদ আফজাল বর্ণভী, ভাদগাঁও মাদরাসার মুহতামিম মাও. এমদাদুর রহমান, কালিয়ারগাঁও মাদরাসার পক্ষে হাফিজ মাও. আবিদুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাও. শফিউল আলম, মাও. আব্দুল আলী, মাও. আব্দুল হাই, মাও. এমদাদুর রহমান শায়খে কাটারাই, জামেয়া দারুলল কোরআনের মাও. শরীফ খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- আল্লাহ তায়ালা  কোরআনে বলেছেন- ‘অন্যায়ভাবে কোন মানুষ হত্যা করো না। যে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো’। কওমি মাদরাসায় পড়–য়া দেশ প্রেমিক আলেমরা অল্লাহ তাআলার মহান এ বাণী মনেপ্রাণেই বিশ্বাস করে, তাই কখনো তারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে জড়িত হতে পারে না। ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না, আর কওমি মাদরাসায় ইসলাম শিক্ষা দেয়া হয়। কাজেই একমাত্র কওমী মাদরাসা হলো আদর্শ সুনাগরিক তৈরীর কারখানা ।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ