সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আরও সময় চেয়েছেন মীর কাসেম আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mir qasem

আওয়ার ইসলাম : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী তার প্রাণভিক্ষার আবেদন করবেন কী না সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানান নি। তার সিদ্ধান্ত জানানোর জন্য তিনি আরো সময় চেয়েছেন। কাশিমপুর কারাগারের কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন বৃহস্পতিবার সকালে তাকে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিছু জানান নি।

এদিকে কারা কর্তৃপক্ষ বলছে মীর কাসেম আলীর জন্য যেহেতু জেল কোড প্রযোজ্য হবে না তারপরেও মানবিক দিক বিবেচনা করে তাকে একটা যৌক্তিক সময় দেয়া হবে। এর আগে মীর কাসেম আলী তার ছেলেকে ফেরত না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বলে তিনি জানিয়েছেন।

বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগারে গিয়ে তার সাথে দেখা করার পর তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের এমন শর্তের কথা জানিয়েছিলেন। আহমেদ বিন কাসেম সপ্তাহ তিনেক আগে নিখোঁজ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগ এই জামায়াত নেতার ফাঁসির আদেশ বহাল রেখে তার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে। কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সাথে তার পরিবারের সদস্যরা দেখা করেন বুধবার দুপুরে। প্রায় দুইঘন্টা সময় ধরে তারা কারাগারের ভিতরে ছিলেন।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ