সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

চার বছরে চা-সিঙ্গাড়ায় খরচ প্রায় ৯ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। চার বছরে তার সরকারের চা-সিঙ্গাড়ার খরচ হয়েছে প্রায় ৯ কোটি টাকা। নিজে এমনটা স্বীকার করেছেন একটি চিঠির উত্তরে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত সপ্তাহে বিধানসভায় বিজেপি নেতা সুরেশকুমার খান্নার প্রশ্ন করে জানতে চান, শপথ গ্রহণের পর থেকে গত ৪ বছরে জলখাবারের খাতে কত টাকা খরচ করেছে সরকার। তার উত্তরেই চিঠি লেখেন অখিলেশ। খরচ করার তালিকায় সকলের ওপরে রয়েছেন অরুণ কুমারি কোরি। এই খাতে তিনি ২২ লাখ ৯৩ হাজার ৮০০ টাকা খরচ করেছেন। তাঁর খুব কাছেই রয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী আজম খান এবং শিশুকল্যাণ এবং প্রাথমিক শিক্ষামন্ত্রী কৈলাশ চৌরাসিয়া। তাঁরা যথাক্রমে ২২ লাখ ৮৬ হাজার ও ২২ লাখ ৮৫ হাজার টাকা খরচ করেছেন। সব থেকে কম খরচ করার তালিকায় রয়েছেন এক বছর মন্ত্রী থাকা শাদাব ফাতিমা। তিনি এক বছরে ৭২ হাজার ৫০০ টাকা খরচ করেছেন।

২০১২-র ১৫ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন অখিলেশ যাদব। সে দিন থেকে ২০১৬-র ১৫ মার্চ পর্যন্ত আপাতত এই হিসাব পাওয়া গেছে। যদিও চিঠিতে অখিলেশ স্মরণ করিয়ে দিয়েছেন, রাজ্যের মধ্যে ২৫০০ টাকা এবং রাজ্যের বাইরে প্রতিদিন ৩০০০ টাকা খরচ করতে পারেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘যদিও টাকার অঙ্ক দেখতে বড় লাগছে, তবে এর মধ্যে কোনো কিছুই মন্ত্রীরা নিজেদের জন্য খরচ করেন না। সরকারি মিটিং এবং মন্ত্রীদের নির্বাচন ক্ষেত্র থেকে সাহায্যের জন্য আসা ব্যক্তিদের জন্য এই টাকা খরচ করেন তারা।’ সূত্র : ইন্ডিয়া টিভি।

এজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ