আওয়ার ইসলাম : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারো বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে শপথ নেয়ার পরপরই আমেরিকা থেকে ‘অবৈধ অভিবাসীদের’ বের করে দেয়া কাজ শুরু করবেন।
আইওয়ার এক নির্বাচনী সভায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘প্রথম দিনেই আমি দেশ থেকে অবৈধ অপরাধী অভিবাসীদেরকে দ্রুত বের করে দেয়ার কাজ শুরু করব।’ ওবামা-ক্লিনটন প্রশাসন মার্কিন সম্প্রদায়ের মধ্যে লাখ লাখ অবৈধ অপরাধী অভিবাসী ছেড়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেছেন, যেসব ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আমেরিকায় অবস্থান করছেন তাদেরকেও বহিষ্কার করা হবে। এ ধরনের লোকজনকে চিহ্নিত করে দ্রুত বহিষ্কারের জন্য বিশেষ ব্যবস্থা চালু করবেন বলেও তিনি ঘোষণা দেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে তিনি দেয়াল নির্মাণ করবেন।
সূত্র : পার্স টুডে
এফএফ