আওয়ার ইসলাম : সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন কক্সবাজারের মাদরাসা শিক্ষকরা। মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন কক্সবাজার জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন করেন মাদরাসা শিক্ষকরা।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করেন। এতে কক্সবাজারের বিভিন্ন মাদরাসা থেকে আগত দুই হাজারের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের স্থান নাই। যারা ইসলামের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক কাজ করে তারা ইসলামের শত্রু। এরা নবীর দুশমন। শক্ত হাতে তাদের প্রতিহত করতে হবে। সবাইকে এক বাক্যে বলতে হবে আমরা জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ কামাল হোছাইন। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুহাম্মদ জাফরুল্লাহ নূরী, অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী, অধ্যক্ষ মুহিবুল্লাহ, অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুক, অধ্যক্ষ আবুল হাছান আলী, অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা, অধ্যক্ষ মুহাম্মদ আইয়ুব, অধ্যক্ষ রুহুল কুদ্দুছ আনোয়ারী, অধ্যক্ষ আমির হোছাইন, অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ।
এফএফ