আওয়ার ইসলাম : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে কোনোরকম কূটনৈতিক আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সিরিয়া সরকারের সঙ্গে কোনো কূটনৈতিক যোগাযোগ হবে না।
গতকাল বুধবার আঙ্কারা সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এরদোগান। তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান শুরু করার কয়েক ঘন্টার মধ্যে এ বক্তব্য দেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, তুর্কি-সমর্থিত গেরিলারা সিরিয়ার জারাবলুস শহরটিকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে পুনর্দখল করেছে। এ কাজে তুর্কি বিশেষ বাহিনী সহযোগিতা করেছে বলেও তিনি জানান।
যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন দায়েশ বিরোধী যুদ্ধে তুরস্ককে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
এফএফ