শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

জঙ্গিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যের বিকল্প নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alem_dhakaআওয়ার ইসলাম: বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসবাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মতামত পেশ করেছেন ইসলামিক স্কলাররা।

গত ২০ আগস্ট শুক্রবার ‘একাডেমিক কাউন্সিল অফ সিনিয়র ইসলামিক স্কলার বাংলাদেশ' এর আয়োজনে 'সন্ত্রাস ও জঙ্গিবাদ: কারণ ও প্রতিকার' শীর্ষক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।

তানযীমুল উম্মাহ'র আশুলিয়া ক্যাম্পাসের সভাকক্ষে এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ইসলাম শান্তি ও সৌহার্দের ধর্ম। বিশঙ্খলা, উগ্রতা ও নৈরাজ্যের কোন স্থান ইসলামে নেই। বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক শিক্ষার অভাবেই মূলত: উগ্রবাদের সৃষ্টি হয়েছে। এজন্য তরুণ সমাজের কাছে ইসলামের সঠিক ধারণা তুলে ধরতে হবে।

বৈঠকে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সচেতনতামূলক বই ও লিফলেট প্রকাশের প্রস্তাব পেশ করা হয়। এছাড়াও দেশের আলেম সমাজকে বিশ্বব্যপী চলমান সন্ত্রাসবাদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান করা হয়।

এতে সভাপতিত্ব করেন-সংগঠনটির সভাপতি এবং এশিয়ান ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক ও জনপ্রিয় টিভি আলোচক ড. মুহাম্মাদ সাইফু্ল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।

উপস্থিত ছিলেন-ড. লুকমান, ড. মীর মনজুর মাহমুদ, টিভি ব্যক্তিত্ব শায়খ শাহ ওলীউল্লাহ, দাম্মাম ইসলামিক সেন্টারের ইসলাম প্রচারক শায়খ আহমাদুল্লাহ, ড. আবুল কালাম আযাদ বাশার, রিয়াদ ইসলামিক সেন্টারের শায়খ মুস্তাফিজুর রহমান, টিভি উপস্থাপক মুফতী সাইফুল ইসলাম, মাওলানা মাওলানা শাহ আলম নূর, মাওলানা আলী আকবর, কিং সাঊদ বিশ্ববিদ্যালয়ের পিএইডি গবেষক নুরুল্লাহ তা'রিফ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ