আওয়ার ইসলাম: মৃত্যুর মাসখানেক আগে নোবেলজয়ী শান্তিবাদী আফ্রিকান নেতা নেলসন ম্যান্ডেলাকে একটি চিঠি লেখেন সৌদি আরবের প্রখ্যাত আলেম, ইসলাম প্রচারক, সুবক্তা ও জনপ্রিয় লেখক ড. আয়েজ আল কারনি। চিঠির সঙ্গে ম্যান্ডেলার জন্য তিনি নিজের লেখা বহুল প্রচারিত ও বহু ভাষায় অনূদিত বই লা তাহজান এর একটি কপিও উপহার পাঠান।সম্প্রতি টুইটারে তিনি নিজেই তার মাতৃভাষায় নেতা নেলসন ম্যান্ডেলার কাছে পাঠানো আমার পুরনো চিঠি শিরোনামে ওই চিঠির লিংক তুলে ধরে এটি তার জন্য দুনিয়া ও আখেরাতের সাফল্য ও কল্যাণের সুযোগ নিশ্চিত করত বলে মন্তব্য করেছেন।সিএনএন অনলাইন আরবি ভার্সন চিঠিটি প্রকাশ করে।সেখান থেকে মিসরের গেট আল আহরাম পত্রিকাসহ আরব বিশ্বের অনেক সংবাদ মাধ্যমে চিঠিটি প্রকাশ করা হয়।চিঠিতে তিনি লিখেছেন—
হে মহান নেতা!
আপনাকে অভিবাদন।আমি পৃথিবীর পূর্ব-পশ্চিমের সেই কোটি কোটি মানুষের একজন, যারা আপনার লড়াই সম্পর্কে জেনেছেন; আপনার বীরত্বে অভিভূত হয়েছেন এবং নিজের মানবাধিকার, স্বজাতির স্বাধীনতা ও লক্ষ্য অর্জনের পথে আপনার আত্মোৎসর্গ ও কর্তব্য নিষ্ঠায় বিস্মিত।আপনি হয়ে উঠেছেন স্বাধীনতার আকাশের উজ্জ্বল তারকা, লড়াইয়ের অঙ্গনে বিশ্বজনীন নেতা ও মানবাধিকার সনদের মহান রূপকার।হে মহান নেতা, সন্দেহ নেই আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম ইসলাম একটি মহান ধর্ম, যা সম্মানিতদের শ্রদ্ধা করে, সৃষ্টিশীলদের সম্মানিত করে, ভদ্রদের স্বাগত জানায়।আর আপনি তাদেরই একজন।ইসলাম সাম্যের ধর্ম।এ ধর্ম আরব দেশের শ্বেতাঙ্গ ওমর আর হাবশার কৃষ্ণাঙ্গ বেলালের মধ্যে এবং পারস্যের সালমান আর রোমের সোহাইবের মধ্যে সমতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছে।এ ধর্ম সর্বপ্রকার জুলুমকে প্রত্যাখ্যান করে, স্বৈরাচারিতাকে নিষিদ্ধ করে এবং বর্ণ, গোত্র ও ভাষার পার্থক্য ঘুচিয়ে দেয়।
হে মহান নেতা, আপনি পার্থিব শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।আন্তর্জাতিক সম্মান লাভ করেছেন।ত্যাগের পদক ছিনিয়ে এনেছেন।স্বাধীনতার মুকুট পরিধান করেছেন।আপনি এর সঙ্গে আরও যোগ করুন, এক আল্লাহতে বিশ্বাস ও তার আনুগত্যের সাফল্য এবং তার রাসূলের অনুগমনের সাফল্য।আর তা ইসলাম ছাড়া সম্ভব নয়।তাই আপনি ইসলামের শান্তির ছায়ায় এসে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন।ইসলাম গ্রহণ করে আপনি ইহ ও পরকালের সম্মান অর্জন করুন।আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণ এবং পার্থিব ও পরজগতের সাফল্যে উদ্ভাসিত হোন।হে মহান নেতা, ভূমন্ডল ও নভোমন্ডল আপনাকে সম্ভাষণ জানাবে।২০০ কোটি মুসলিম আপনাকে স্বাগতম জানাবে।আর আপনার জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেয়া হবে।
আমার যখন মুসলিম দেশগুলোর বিজ্ঞানী, নেতা, শিল্পী-সাহিত্যিক ও আলেম-ওলামার সঙ্গে সাক্ষাৎ হয় তারা বলেন, ম্যান্ডেলা মুসলিম নন। অতএব আমি আপনার কাছে একান্ত আশা রাখি এবং আন্তরিকভাবে প্রত্যাশা করি, আপনি দৃপ্তকণ্ঠে শাশ্বত সুরে শক্তি দিয়ে উচ্চারণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।মহান আল্লাহ ও আরশের মহারব আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি আপনার বক্ষকে ইসলামের জন্য প্রসারিত করে দিন। আপনি পৃথিবীর সব প্রান্তের পুরুষ-নারী-বৃদ্ধ-শিশু সবার অভিবাদন গ্রহণ করুন এবং আমার শুভেচ্ছা নিন।
এইচএ