আওয়ার ইসলাম: আমরা জানি, ৭ দিনে এক সপ্তাহ; কিন্তু পবিত্র কুরআনে সপ্তাহের কয় দিনের নাম উল্লেখ রয়েছে সেটা সম্পর্কে কি অবগত?
৭ দিনের মধ্যে মহান আল্লাহ পবিত্র কুরআনে সপ্তাহের ২ দিনের নাম উল্লেখ করেছেন। যেগুলো হচ্ছে:
১- তিনটি আয়াতে শনিবারের নাম:
পবিত্র কুরআনের ' السبت'/আস-সাবত তথা শনিবার মোট ৩টি আয়াতে উল্লেখ রয়েছে।
সূরা বাকারা'র ৬৫ নম্বর আয়াত:
সীমা লঙ্ঘন করেছিল। সুতরাং আমরা তাদের বললাম (আদেশ দিলাম), ‘তোমরা ঘৃণিত বানরে পরিণত হও’।
সূরা নিসা'র ৪৭ নম্বর আয়াত:
হে যারা গ্রন্থ প্রদত্ত হয়েছ (আহলে কিতাব), যা আমরা অবতীর্ণ করেছি (যেহেতু) তা তোমাদের সাথে যা আছে তাকে সমর্থন করে, (সুতরাং) তোমরা তার (কুরআন) প্রতি বিশ্বাস স্থাপন কর, এর (সেদিন আসার) পূর্বে যে (দিন), আমরা চেহারাগুলোকে বিকৃত করে পৃষ্ঠের দিকে করে দেব অথবা যেভাবে আমরা শনিবারের (নির্দেশ অমান্যকারীদের) অধিকারীদের প্রতি অভিশাপ বর্ষণ করেছিলাম তেমনি তাদের প্রতিও অভিশাপ বর্ষণ করব; এবং আল্লাহর আদেশ অবশ্যই বলবৎ হয়ে থাকে।
সূরা আ'রাফে'র ১৬৩ নং আয়াত:
এবং (হে রাসূল!) তাদের নিকট ঐ জনপদের ব্যাপারে জিজ্ঞেস কর যা সমুদ্রের তীরে অবস্থিত ছিল, যখন তারা (তার অধিবাসীরা) বিশ্রামের (শনিবারের) দিনে (মাছ ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করে) সীমালঙ্ঘন করত এরূপে যে, যখন তাদের বিশ্রামের দিন তাদের মৎসগুলো দল বেঁধে তাদের নিকট আসত, কিন্তু অন্যান্য দিনে যখন তারা বিশ্রাম করত না তখন সেগুলো তাদের নিকট আসত না; এভাবেই আমরা তারা যে বিষয়ে অবাধ্যতা করত সে বিষয়ে তাদের পরীক্ষা করেছিলাম।
২- শুক্রবার একটি আয়াতে:
পবিত্র কুরআনে ' جمعه '/ জুমা তথা শুক্রবার মাত্র একটি আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরাটির নাম হচ্ছে জুমু'আ। এই সূরার ৯ নম্বর আয়াতে শুক্রবারের কথা উল্লেখ রয়েছে:
হে বিশ্বাসীগণ! জুমআর দিনে যখন নামাযের জন্য আহবান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জান!
ইকনা