সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সপ্তাহের কয় দিনের নাম পবিত্র কুরআনে রয়েছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran22আওয়ার ইসলাম: আমরা জানি, ৭ দিনে এক সপ্তাহ; কিন্তু পবিত্র কুরআনে সপ্তাহের কয় দিনের নাম উল্লেখ রয়েছে সেটা সম্পর্কে কি অবগত?
৭ দিনের মধ্যে মহান আল্লাহ পবিত্র কুরআনে সপ্তাহের ২ দিনের নাম উল্লেখ করেছেন। যেগুলো হচ্ছে:

১- তিনটি আয়াতে শনিবারের নাম:
পবিত্র কুরআনের ' السبت'/আস-সাবত তথা শনিবার মোট ৩টি আয়াতে উল্লেখ রয়েছে।
সূরা বাকারা'র ৬৫ নম্বর আয়াত:

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِینَ اعْتَدَوْا مِنْكُمْ فِی السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِینَ

সীমা লঙ্ঘন করেছিল। সুতরাং আমরা তাদের বললাম (আদেশ দিলাম), ‘তোমরা ঘৃণিত বানরে পরিণত হও’।
সূরা নিসা'র ৪৭ নম্বর আয়াত:

یا أَیهَا الَّذِینَ أُوتُوا الْكِتَابَ آمِنُوا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُم مِّن قَبْلِ أَن نَّطْمِسَ وُجُوهًا فَنَرُدَّهَا عَلَىٰ أَدْبَارِهَا أَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّا أَصْحَابَ السَّبْتِ ۚ وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا

হে যারা গ্রন্থ প্রদত্ত হয়েছ (আহলে কিতাব), যা আমরা অবতীর্ণ করেছি (যেহেতু) তা তোমাদের সাথে যা আছে তাকে সমর্থন করে, (সুতরাং) তোমরা তার (কুরআন) প্রতি বিশ্বাস স্থাপন কর, এর (সেদিন আসার) পূর্বে যে (দিন), আমরা চেহারাগুলোকে বিকৃত করে পৃষ্ঠের দিকে করে দেব অথবা যেভাবে আমরা শনিবারের (নির্দেশ অমান্যকারীদের) অধিকারীদের প্রতি অভিশাপ বর্ষণ করেছিলাম তেমনি তাদের প্রতিও অভিশাপ বর্ষণ করব; এবং আল্লাহর আদেশ অবশ্যই বলবৎ হয়ে থাকে।
সূরা আ'রাফে'র ১৬৩ নং আয়াত:

وَاسْأَلْهُمْ عَنِ الْقَرْیةِ الَّتِی كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ إِذْ یعْدُونَ فِی السَّبْتِ إِذْ تَأْتِیهِمْ حِیتَانُهُمْ یوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَیوْمَ لَا یسْبِتُونَ لَا تَأْتِیهِمْ كَذَلِكَ نَبْلُوهُمْ بِمَا كَانُوا یفْسُقُونَ

এবং (হে রাসূল!) তাদের নিকট ঐ জনপদের ব্যাপারে জিজ্ঞেস কর যা সমুদ্রের তীরে অবস্থিত ছিল, যখন তারা (তার অধিবাসীরা) বিশ্রামের (শনিবারের) দিনে (মাছ ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করে) সীমালঙ্ঘন করত এরূপে যে, যখন তাদের বিশ্রামের দিন তাদের মৎসগুলো দল বেঁধে তাদের নিকট আসত, কিন্তু অন্যান্য দিনে যখন তারা বিশ্রাম করত না তখন সেগুলো তাদের নিকট আসত না; এভাবেই আমরা তারা যে বিষয়ে অবাধ্যতা করত সে বিষয়ে তাদের পরীক্ষা করেছিলাম।

২- শুক্রবার একটি আয়াতে:
পবিত্র কুরআনে ' جمعه '/ জুমা তথা শুক্রবার মাত্র একটি আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরাটির নাম হচ্ছে জুমু'আ। এই সূরার ৯ নম্বর আয়াতে শুক্রবারের কথা উল্লেখ রয়েছে:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

হে বিশ্বাসীগণ! জুমআর দিনে যখন নামাযের জন্য আহবান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জান!

ইকনা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ