আওয়ার ইসলাম: বঙ্গবন্ধকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে (কেআইবি) যুব মহিলা লীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনায় মীর জাফর হিসেবে কাজ করেছিল খুনি জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে যুদ্ধ করেছিল।’
তিনি বলেন, ‘৭৫’এ বিদেশি এজেন্ট হিসেবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তখন মুনাফেক, মির্জাফর হিসেবে ভূমিকা পালন করেছিল খুনি জিয়াউর রহমান। এই অপরাধে, খুনি জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করা হউক। সেই সাথে তার (জিয়া) জড়িতদের চিহ্নিত করে জাতির সামনে মুখোশ উম্মোচন করা হউক।’
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, মহিলা বিষয়ক সম্পাদক, ফজিলাতুন্নেসা ইন্দিরা, রেলমন্ত্রী মুজিবুল হক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।
আরআর