সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

১২ মামলায় আদালতে খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদালতে পৌঁছে প্রথমে দারুস সালাম থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার আট মামলায় ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালে হাজির হন খালেদা।

এসব মামলায় তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন বলে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন।

দারুস সালাম থানার মামলাগুলোর মধ্যে ৪(৩)১৫ এবং ৮(২) ১৫ নম্বর মামলায় গত ১১ মে খালেদা জিয়াসহ বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

এরপর গত ২৬ মে ৬(২)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

গত ২৯ মে খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে এ থানার আরও দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সর্বশেষ গত ৬ জুন ২৯(২)১৫, ৫(২)১৫, ৩১(২)১৫ ও ৬২(১)১৫ নম্বর মামলায় খালেদা জিয়াসহ ১০৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এই নয় মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

এরপর একই ভবনের ষষ্ঠ তলায় বিশেষ জজ আদালতে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় হাজিরা দেবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা। পরে নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে যাবেন পাশের রেবতী ম্যানসনে, নবম বিশেষ জজ আদালতে। এ দুটি মামলায় বুধবার অভিযোগ গঠনের শুনানির তারিখ রয়েছে।

এছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা আরেক মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী গত ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।

এদিকে বিএনপি নেত্রীর হাজিরার দিন থাকায় সকাল থেকেই আদালতপাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা । বিপুল সংখ্যক পুলিশ ও র্যা ব সদস্য আদালত প্রাঙ্গণ এবং আপশাপাশের এলাকায় অবস্থান নেন। দায়রা জজ আদালতের ফটকে দুটি আর্চওয়ে বসানো হয়।

আদালতের প্রবেশপথগুলোতে তল্লাশি করে তারপর আইনজীবী ও বিচারপ্রার্থীদের ঢুকতে দেওয়া হয়। আইনজীবীদের পরিচয়পত্রও দেখাতে হয়।

নিরাপত্তারক্ষীদের সংখ্যা না জানালেও একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আইন-শৃখলা বাহিনীর অন্তত পাঁচশ সদস্য আদালত এলাকায় রয়েছেন।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসান জানান, কোনো ধরনের ‘অপ্রীতিকর ঘটনা’ যাতে না ঘটে, সেজন্যই এ ব্যবস্থা।

সূত্রাপুর জোনের পরিদর্শক (পেট্রোল) দিলীপ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই চত্বরে কাউকে মিছিল করে ঢুকতে দেওয়া হবে না।”

এর আগে গত ৫ এপ্রিল যাত্রাবাড়ী থানার নাশকতার মামলাসহ পাঁচ মামলায় খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ