আও্য়ার ইসলাম : সিরিয়ায় গত এক সপ্তাহে আইএস এর ৮৩টি তেল ট্যাংকার ধ্বংস হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় এসব তেল ট্যাংকার ধ্বংস হয় বলে দাবি করেছে পেন্টাগন।
ইরাক সীমান্তবর্তী দেইর আজ-জোর প্রদেশের আলবু কামাল এলাকায় এসব হামলা হয় বলে পেন্টাগনের মুখপাত্র দাবি করেন।
পেন্টাগনের মুখপাত্র ম্যাথু অ্যালেন বলেন, আইএস এর তহবিল দুর্বল করা এবং তেল চোরাচালানের ক্ষমতা ধ্বংসের জন্য বিমান হামলা চালানো হয়েছে। আমেরিকা এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন টাইডাল ওয়েভ’। এর অংশ হিসেবে বহুজাতিক বাহিনী দায়েশের নিয়ন্ত্রণে থাকা তেল স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
সূত্র : পার্স টুডে
এফএফ