শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম 

সৌদি পৌঁছেছেন সাড়ে তিন হাজার বাংলাদেশি হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haji

আওয়ার ইসলাম: বাংলাদেশের হজযাত্রীদের প্রথম ফ্লাইট বিজি-১০১১ আজ ৫ আগস্ট সৌদি আরবের জেদ্দাস্থ কিং আব্দূল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, জেদ্দাস্থ কনসাল জেনারেল এবং বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর হজসহ অন্যান্য কর্মকর্তা কিং আব্দূল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দরে হজযাত্রীদের স্বাগত জানান।

পবিত্র হজ পালনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফ্লাইটে  শুক্রবার রাত পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেন। মোট তিন হাজার ৪৪৬ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনার এক হাজার ২৩৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার দুই হাজার ২১১ জন রয়েছেন। মোট ১০টি ফ্লাইটে (বাংলাদেশ বিমান ৮ ও সৌদি এয়ারলাইন্স-২) তারা সেখানে পৌঁছান।

সূত্র জানায়, ৪ আগস্ট বাংলাদেশি হজযাত্রীবাহী প্রথম ফ্লাইটটি সকাল ১১টা ২৮ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আবতরণ করে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত মোট ৪৮৩টি হজ এজেন্সির মাধ্যমে এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন।

এদিকে বাংলাদেশের আল মদিনা ট্রাভেলসের মোট ১৫৮ জন হাজির সবাই পৌঁছেন বিমানের প্রথম ফ্লাইটে। ফ্লাইটে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। মক্কায় পৌঁছানো হাজিদের সবাই সুস্থ ও নিরাপদে রয়েছন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ