সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

‘আল্লাহ’ বলায় বিমান থেকে নামানো হলো যাত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

najia

আওয়ার ইসলাম: বিমানে উঠেই উচ্চরণ করেছিলেন আল্লাহ শব্দ। এটিই কাল হলো এক দম্পতির জন্য। বিমান কর্তৃপক্ষ তাদের নামিয়ে দিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটি যাচ্ছিলেন মার্কিন মুসলিম দম্পতি নাজিয়া ও ফয়সাল। তাদের সাথে এমন আচরণে অবাক হয়েছেন দুজনই।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিমদের মধ্যে। বহনকারী ডেল্টা এয়ারলাইন্সের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগও জানিয়েছে মার্কিন মুসলিমদের সংগঠন কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর)।

জানা যায় পাকিস্তান বংশোদ্ভুত মার্কিন দম্পতি ফয়সাল আলি এবং তার স্ত্রী নাজিয়া যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে থাকেন। দশম বিবাহ বার্ষিকীতে ফয়সাল চমকে দেয়ার মতো উপহার দিয়েছিলেন স্ত্রী নাজিয়াকে- প্যারিস বেড়াতে যাওয়ার টিকিট। কয়েকটা অসামান্য দিন প্যারিসে কাটিয়ে ডেল্টা এয়ারলাইন্সের প্লেনে চড়ে বসেছিলেন নাজিয়া ও ফয়সাল। কিন্তু আর সুখকর রইল না দশম বিবাহ বার্ষিকীটা।

ফয়সাল ও নাজিয়া প্লেনে ওঠার পর থেকেই সম্ভবত তাদের উপর নজর রাখছিলেন বিমানের এক কর্মী। যাত্রী তালিকায় মুসলিম নাম দেখেই সম্ভবত সন্দেহ করতে থাকেন। পরে এক বিমান কর্মী শুনতে পান তারা ‘আল্লাহ’ বলেছে।

একটুও সময় নষ্ট না করে পাইলটের কাছে ছুটে যান ওই বিমান কর্মী। তাকে জানান নিজের আতঙ্কের কথা। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পাইলট জানিয়ে দেন, নাজিয়া ও ফয়সালকে নামিয়ে দেয়া না হলে তিনি টেক-অফ করবেন না। ব্যস, নেমে যেতে হলো তাদের।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ