সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বাংলাদেশ খেলাফত মজলিসের ত্রাণ তহবিল গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_7899" align="alignleft" width="485"]Khelaphot-1 ফাইল ফটো[/caption]

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেছেন, বন্যা দুর্গত মানুষের সাহায্য-সহযোগিতা করা সওয়াবের কাজ। সরকার ও প্রতিটি ব্যক্তির উচিৎ সামর্থের আলোকে বন্যার্তদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা।

তিনি আরো বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়ে আমাদের সাথে যে ধরনের আচরণ করছে তা বন্ধুত্বের পরিচয় নয়।

আজ (৫ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকাস্থ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দুর্গত মানুষের সাহায্য সহযোগিতার জন্য দলের নায়েবে আমীর মাওলানা ইসমাইল নুরপুরীকে আহবায়ক, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হককে সদস্য সচিব, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, আর্ন্তজাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমান নির্বাহী সদস্য হাফেজ শহীদুর রহমান ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূরকে সদস্য করে কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করা হয়।

সভায় সংগঠনের সকল নেতা কর্মী ও ঈমানদার তাওহিদী জনতাকে দুর্যোগ এলাকায় মানুষের পাশে দাঁড়ানো ও কেন্দ্রীয় ত্রাণ তহবিলে সহযোগিতার আহবান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্নমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা কোরবান আলী, প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ