আওয়ার ইসলাম: ৪ আগস্ট বৃহস্পতিবার ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ইসলাম’ শীর্ষক সেমিনার৷ আল্লামা আব্দুর রাহমান (হাফেজ্জী হুজুর) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী।
সভায় বিশেষ অতিথি ছিলেন মাননীয় পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনে ময়মনসিংহ বিভাগীয় পরিচালক আলহাজ্জ মুহিউদ্দীন চৌধুরী ৷
সেমিনারে আলোচনা করেন দেশের শীর্ষ আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, আল্লামা আব্দুল হক, মুফতী আহমদ আলী, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা জাকারিয়া মুফতী মাাহবূবুল্লাহ, অধ্যাপক মুফতি মুহিববুল্লাহ, মাওলানা মাঞ্জুরুল হক প্রমুখ৷
বক্তাগণ বলেন, ইসলাম শান্তির ধর্ম৷ নবীজী বিশ্ববাসীর জন্য রহমতসরুপ৷ ইসলামে বিচারবহির্ভূত হত্যা অবৈধ৷ ইসলামে অন্যায়ভাবে মানুষ হত্যা হারাম৷ আত্মঘাতি সংহিস আক্রমন অবৈধ৷ ইসলামের শত্রুরা কুরআন ও সুন্নাহর অপব্যখ্যা করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে৷ ইসলামে জেহাদ ছিলো সন্ত্রাস দমনের মাধ্যেম সেই জেহাদের অপব্যখ্যা করে সন্ত্রাসীরা দুর্নাম করছে ইসলামের৷ ইসলামের জেহাদের সাথে এইসব সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক নেই৷ ইসলামের সাথে এইসব জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো দূরতম সম্পর্কও নেই৷ সন্ত্রাসীরা ইসলাম থেকে খারেজ৷ এরা আধুনিক যুগের খারেজি ফেতনা৷ দেশের দেশপ্রেমী আলেম উলামা মসজিদ মাদরাসা থেকে যুগ যুগ ধরে শান্তির পক্ষে ভূমিকা রাখছেন৷ তারা এসকল সন্ত্রাস ও জঙ্গিপনার বিরুদ্ধে সোচ্চার৷ এই সন্ত্রাসীরা ইসলাম ও দেশের শত্রু৷
বক্তাগণ আরও বলেন, তরুণ ও যুব শক্তিকে প্রকৃত ইসলামের ব্যখ্যা জানাতে হবে মূলধারার হক্কানি আলেম উলামাদের মাধ্যমে৷ শরীয়তের ফরজ পরিমাণ ইলম শিক্ষা দিলে আধুনিক শিক্ষিতদের কেউ মগজধোলাই করে জঙ্গি বানাতে পারবে না৷ ইসলামে দাওয়াতি চেতনার বিকাশ, নবীজীর সুন্নতের প্রচার, নবীজীর উত্তম চরিত্রের প্রচারের মাধ্যেম সন্ত্রাস দমন সম্ভব৷
সেমিনারে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ইসলাম শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করা হয়৷ বৃহত্তর ময়মনসিংহের আলেম উলামা, ইমাম খতীব, তৌহিদী জনতা ও সুধীজন উপস্থিত ছিলেন এই সেমিনারে৷
আরআর