সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

এ শিক্ষানীতি মুসলিম জাতিসত্তা ধ্বংস করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

andolonআওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নব্বই শতাংশ মুসলমানের দেশে মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি খেয়াল না রেখে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী শিক্ষানীতি চাপিয়ে দেয়ার পাঁয়তারা করছে। এ শিক্ষানীতি বাস্তবায়ন হলে মুসলিম জাতিসত্তা ধ্বংস হয়ে যাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের যৌথ উদ্যোগে বর্তমান শিক্ষানীতি বাতিলের দাবিতে আজ (৫ আগস্ট) শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামী সভ্যতা সংস্কৃতি বাদ দিয়ে পাঠাবলি, পূজাপার্বণ ও হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী গরুর মহত্ত মুসলমান সন্তানদের শিক্ষা দেয়া হচ্ছে। যা আদৌ এ দেশের তৌহিদী জনতা মেনে নিতে পারে না। তাই সরকারকে জনগণের মনের ভাষা উপলব্ধি করে এ শিক্ষানীতি ও শিক্ষা আইন অবিলম্বে বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, মুহাঃ মোশারফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতি ফরিদুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মাছউদুর রহমান, শেখ নুরুন্নবী প্রমুখ।

ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ