শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

সারাক্ষণ ধর্মের নামে সুড়সুড়ি দেয় বিজেপি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

momota

আওয়ার ইসলাম: ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগী সংগঠন (আরএসএস) গো সুরক্ষা সমিতি গত রোববার রোববার থেকে পশ্চিমবঙ্গে গরু গণনা কার্যক্রম শুরু করেছে। আজ মঙ্গলবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপির মতলব শুধু প্ররোচনা দিয়ে দাঙ্গা বাঁধানো। কেন্দ্রীয় সরকার শুধু বিজ্ঞাপন দিয়ে নানা মৌলবাদী চিন্তাভাবনায় উসকানি দিচ্ছে। গুজরাট, উত্তরপ্রদেশে দলিত মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গরু গণনা ছাড়া কি কেন্দ্রীয় সরকারের আর কোনো কাজ নেই? কেন্দ্রের গোরক্ষা কমিটির কর্মসূচিতে যোগদানে অস্বীকৃতি জানিয়ে আজ মঙ্গলবার এ কথা বলেন তিনি।

স্বভাবসুলভ ঢঙে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কাজটা কী? কোনো কাজ নেই। কাজ শুধু বিজ্ঞাপন দেওয়া। আর গরু গণনা করা।’

মমতা আরো বলেন, ‘বিজেপির কথায় কান দেবেন না। ওরা দাঙ্গা বাঁধাতে চাইছে। সারাক্ষণ টুইটার, ফেসবুকে ধর্মের নামে সুড়সুড়ি। আমরা প্রগতি চাই, দাঙ্গা চাই না। পশ্চিমবঙ্গের মানুষ দাঙ্গা ক্ষমা করে না। সব ধর্মই তো আমার ধর্ম। আমি হিন্দু হয়েই বলছি, এসব ভাগজোক আমরা চাই না। নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্যের অসম্মান করা ঠিক হবে না।’

মমতা বলেন,‘আমার দেশ হলো যৌথ পরিবারের মতো। সেই পরিবারের কোনো সদস্য খারাপ থাকলে দেশও ভালো থাকে না। আর তাই কেন্দ্রের জঙ্গিবাদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে একাট্টা হয়ে এগোতে হবে।’

এদিকে মমতার এই বক্তব্যের পর পশ্চিমবঙ্গে গো সুরক্ষা সমিতির সংগঠক সুব্রত দত্ত বলেন, গ্রামে গরু গণনার সময় গোপনীয়তা বজায় রাখা হবে। যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছেন গরু গণনায় বাধা দেওয়া হবে, তাই আমরা হামলার আশঙ্কা করছি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ