ঢাকা: লন্ডনের রাসেল স্কয়ারে বুধবার রাতে ছুরি হামলায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এক ব্যক্তি ছুরি নিয়ে রাসেল স্কয়ারে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই হামলায় ছয়জন আহত হন। আহত এক নারী পরে মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
এদিকে হামলার পরপরই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। মাত্র ছয় মিনিটের মাথায় তারা হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ওই হামলার কারণ জানা যায়নি। এছাড়া আটক ব্যক্তি সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ। তবে এটি একটি সন্ত্রাসী হামলা কিনা লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তা খতিয়ে দেখছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি আরো জানাচ্ছে, হামলার পর রাসেল স্কয়ারের পার্কের বাইরে ব্রিটিশ মিউজিয়াম সংলগ্ন সাউথাম্পটোন রো এলাকায় একটি ফরেনসিক শিবির স্থাপন করেছে পুলিশ। ঘটনাস্থলটি চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে।