ফারুক ফেরদৌস : দারুল উলুম (ওয়াকফ) দেওবন্দে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে।
গত মঙ্গলবার সহিহ বুখারীর দরস প্রদানের মাধ্যমে শিক্ষাবর্ষের উদ্বোধন করা হয়। দরস প্রদান করেন দারুল উলুমের শাইখুল হাদিস মাওলানা সাইয়েদ আহমদ খিজির শাহ মাসউদী।
দরসে ইমাম বুখারীর মর্যাদা নিয়ে আলোচনা করতে গিয়ে আহমদ খিজির শাহ বলেন, সহিহ বুখারীকে এত মাকবুলিয়ত দান করা হয়েছে যে আজ বারশ’ বছর পেরিয়ে যাওয়ার পরও এই কিতাব হাদিসের ক্ষেত্রে উম্মাহর আস্থার কেন্দ্রবিন্দুতে আছে। এর মূল কারণ ইমাম বুখারীর ইখলাস।
ইমাম বুখারী ফিকাহ ও হাদিসে মুজতাহিদ পর্যায়ের আলেম ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ইমাম বুখারী এক একটি হাদিস অন্তর্ভুক্ত করার আগে কঠোরভাবে পবিত্রতা-পরিচ্ছন্নতার ইহতেমাম করতেন, নামাজ পড়তেন ও দোয়া করতেন। ষোল বছরের কঠোর সাধনার পর উম্মতকে তিনি হাদিসের এই বিরাট ভাণ্ডার জমা করে দিতে পেরেছেন।
খিজির শাহ মাসউদী আরও বলেন, এই কিতাবে রাসুল সা. এর পুরো জীবনকে, দ্বীন ইসলামের প্রত্যেকটি অংশকে উম্মাতের সামনে পেশ করা হয়েছে।
সূত্র : রোজনামা খবরিন
এফএফ