আওয়ার ইসলাম : বাংলাদেশে বিদেশী নাগরিকদের ওপর আরো সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে ব্রিটেন।
আজ বুধবার বাংলাদেশ ভ্রমণ বিষয়ে আপডেটেড পরামর্শে ব্রিটেনের পররাষ্ট্র দফতর বলেছে, বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। এসব হামলায় বিদেশী, বিদেশ করে পশ্চিমা নাগরিকরা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
ঢাকার গুলশানে গত ১ জুলাই সন্ত্রাসী হামলায় বিদেশী নাগরিকদের ব্যাপক হতাহতের কথা উল্লেখ করে এতে বলা হয়েছে, ব্রিটেনের নাগরিকদের উচিত সতর্ক থেকে স্থানীয় ও সামাজিক মিডিয়ার ওপর নজর রাখা। স্থানীয় কর্তৃপক্ষ কোনো এলাকা এড়িয়ে চলতে বললে তা অনুসরন করতে বলা হয় ওই পরামর্শে।
গত বছর ইটালির নাগরিক সিজার তাবেলা হত্যার আগে থেকেই ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের ব্যাপারে ভ্রমণ সতর্কতা জারি করে আসছিল।
এফএফ