আওয়ার ইসলাম: তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর ফেতুল্লাহ গুলেন ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র-তুরস্কের সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক সেসময়ে হঠাৎ আঙ্কারা সফরে গেলেন মার্কিন সামরিক প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড।
গত সোমবার তিনি আঙ্কারা পৌঁছেন। তুর্কি প্রধানমন্ত্রী ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তুরস্কের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন ডানফোর্ড।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের জাতি এবং গণতন্ত্রের বিরুদ্ধে সন্ত্রাসীদের অভ্যুত্থান চেষ্টার বিরুদ্ধে আমাদের বন্ধু এবং মিত্র যুক্তরাষ্ট্রের স্পষ্ট মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ডানফোর্ডের এই সফরের প্রতিবাদ জানিয়ে রাজপথে মিছিল হয়েছে তুরস্কে। মিছিলের ব্যানারে লেখা ছিল: ‘অভ্যুত্থানের চেষ্টাকারী ডানফোর্ড, তুরস্ক থেকে বেরিয়ে যাও। ডানফোর্ড নিজের দেশে ফিরে যাও। ফেতুল্লাহ গুলেনকে পাঠিয়ে দাও।’
এফএফ