আওয়ার ইসলাম : ‘মিথ্যা কথা বলা ও মানুষ হত্যা ছাড়া ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অন্য কোনো কাজে বিশেষজ্ঞ নন।’ মন্তব্যটি মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ উলদ আবদুল আজিজের।
আফ্রিকায় নেতানিয়াহুর সাম্প্রাতিক সফরের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন।
মিশরের দৈনিক আল-আহরামকে দেয়া এক সাক্ষাতকারে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক রেখে তার দেশের কোনো লাভ হয়নি এবং তার দেশের রাজধানী নোয়াকশুতে ইসরাইলি দূতাবাস থাকার কোনো যুক্তি নেই।
তিনি বলেন, ‘আফ্রিকায় ইসরাইলের তৎপরতা মোকাবেলা করা আমাদের সবার দায়িত্ব। কারণ, ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখার চেয়ে আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখার মধ্যেই আফ্রিকার অভিন্ন স্বার্থ অনেক বেশি রয়েছে। মৌরিতানিয়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক রেখে কোনোভাবেই উপকৃত হয়নি।’
এফএফ