আওয়ার ইসলাম: জার্মানকে ইসলামের বৈরী দেশ বলা হলেও সেখানে ধর্মটির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সম্প্রতি জার্মানির কট্টর ডানপন্থী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এমপি ওয়ার্নার ক্লাউন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে এ ধর্ম গ্রহণ করেছেন। এক সময় যেখানে তিনি ছিলেন কট্টর অভিবাসন বিরোধী এখন তিনিই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা অভিবাসীদের বড় সমর্থক।
৭৫ বছর বয়সি ক্লাউন ইসলাম গ্রহণের পর নাম রেখেছেন ইবরাহিম। পবিত্র কুরআন পাঠের পরই তিনি ইসলামকে উপলব্ধি করেন বলে জানিয়েছেন। ইসলাম গ্রহণের পর তার নীতি আদর্শে ব্যাপক পরিবর্তন আসে।
ক্লাউন বলেন, ইসলাম ও মুসলিম বিরোধী কট্টর ডানপন্থী যেদলটির আমি সদস্য ছিলাম তার সাথে সম্পর্ক ছিন্ন করাকেই আমি যথেষ্ট মনে করি না। আমি আমার অতীত চিন্তা ধারা পরিবর্তনে আরো বৃহত্তর পরিসরে কাজ করতে চাই।
ক্লাউন এখন অভিবাসীদের নিয়ে কাজ করছেন। তিনি মনে করেন, তিনি যেমন অভিবাসীদের সহায়তা করছেন তেমনি তারাও তাকে সাহায্যে এগিবে আসবে।
সূত্র: ওয়ার্ল্ড বুলেটি, ইসলাম টাইমস
আরআর