আওয়ার ইসলাম ডেস্ক : সম্প্রতি ব্যর্থ সেনা অভ্যুত্থানের সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যে হোটেলে ছিলেন সেখানে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই হত্যাচেষ্টার সাথে জড়িত ১০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মোগলা প্রদেশ থেকে এদের আটক করা হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় জড়িত আরো দুই ব্যক্তিকে পুলিশ এখনো আটক করতে পারেনি।
গত ১৫ জুলাই তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার সময় সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার প্রেসিডেন্ট এরদোগানের হোটেল লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং এর পরপরই একদল সেনা হোটেলে প্রবেশও করে। কিন্তু এর কিছুক্ষণ আগে হোটেল ত্যাগ করায় ভাগ্যক্রমে প্রেসিডেন্ট এরদোগান বেঁচে যান।
এফএফ