আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের গোড়ার দিকে আফগানিস্তান তালেবানের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে বলে জানিয়েছে তালেবানের একটি সূত্র। চীন সরকারের আমন্ত্রণে গত ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হয়।
কাতারে তালেবানের রাজনৈতিক দফতরের প্রধান আব্বাস স্তানাকজাই’র নেতৃত্বে প্রতিনিধি দলটি বেইজিং সফর করে বলে জানিয়েছেন এক প্রবীণ তালেবান নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা বলেন, বিশ্বের অনেক দেশের সঙ্গেই তালেবানের সুসম্পর্ক রয়েছে। এ সব দেশের মধ্যে চীনও রয়েছে।
আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলটি চীন সফর করে বলে জানা যাচ্ছে। সফরে বিদেশি বাহিনীর দখলদারিত্ব এবং আফগান জনগণকে হত্যার বিষয়টি চীনা কর্মকর্তাদের কাছে তুলে ধরা হয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে এখনো কোনো মন্তব্য করে নি।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ