শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস

রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে পরিবেশ দূষণ হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus ahmadনিজস্ব প্রতিবেদক :ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধ করার দাবি জানিয়ে বলেন, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ স্থাপন হলে সুন্দরবনের পরিবেশ দূষিত হয়ে বাঘ, হাতি সংরক্ষণ অঞ্চল, বন্য প্রাণীর অভয়ারন্য কিংবা অন্যকোন সংরক্ষিত বনাঞ্চল থাকবে না। ফলে সুন্দরবন চিরদিনের জন্য সৌন্দর্য হারাবে। এতে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে দেশ বধ্যভূমিতে পরিণত হবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক পরিবেশ দূষণ ঘটায় বলে সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষিত বনভূমি ও বসতির ১৫-২৫ কিমি-এর মধ্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মানের অনুমোদন দেওয়া হয় না। ইআইএ রিপোর্ট অনুসারে প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পটি সুন্দরবন থেকে মাত্র ১৪ কিমি দূরে, যা সরকার নির্ধারিত সুন্দরবনের চারপাশের ১০ কিমি এনভরয়নমেন্টাল ক্রিটিকাল এরিয়া (ইসিএ) থেকে ৪ কিমি দূরে বলে নিরাপদ হিসেবে দাবি করা হয়েছে। তাই রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধ করতে হবে। এই বিদ্যুৎ প্রকল্প চালু হলে ভারত সবচেয়ে লাভবান হবে। আর আমাদের দেশের মারাত্মক পরিবেশ দূষনে পরবে।

ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ