শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভারতে দুই মুসলিম নারীকে ব্যাপক মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pivmdzagdggje copyআন্তর্জাতিক ডেস্ক : ভারতে গরুর মাংস বহনের অভিযোগে পুলিশের উপস্থিতিতে দুই মুসলিম নারীকে ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। গরুর মাংস বহনের অভিযোগে প্রথম পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে’ উগ্রবাদী হিন্দুরা ওই দুই মুসলিম নারীকে ব্যাপক মারধর করেছে।

এ সময় তাঁদের উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। এমনকি পুলিশও। বরং অনেকে এ দৃশ্য মোবাইলে ধারণ করেছে।

আজ মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে মন্দসৌর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই ঘটনার ভিডিওতে দেখা যায় দুই মুসলিম নারীকে মারতে মারতে কোণঠাসা করে ফেলা হচ্ছে। বেশ কয়েকজন মহিলা সমানে ওই দুই নারীকে চড়, থাপ্পড়, ঘুষি মারছিল। এ সময় একজন নারী মাটিতে পড়ে যান। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ মারধর। সেখানে পুলিশ উপস্থিত থাকলেও ওই দুই নারীকে উদ্ধারে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

গরুর মাংস বহনের অভিযোগে তাদের মারধর করা হলেও স্থানীয় এক চিকিৎসক মাংসের নমুনা পরীক্ষা করে জানিয়েছেন এগুলো মহিষের মাংস। মধ্যপ্রদেশে মহিষের মাংস বিক্রি নিষিদ্ধ নয়।

এই দুই নারীকে যারা মারধর করেছে বা যেসব পুলিশ সদস্য সেখানে থাকার পরও তাঁদের (দুই নারী) উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি, তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। কিন্তু এখনো ওই দুই নারী গ্রেপ্তার আছেন। কারণ মাংস বিক্রির কোনো অনুমতি তাঁদের নেই।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

[video width="720" height="576" mp4="http://ourislam24.com/wp-content/uploads/2016/07/INDIAN-MUSLIM.mp4"][/video]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ