আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার কামিশলি শহরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
কামিশলি শহরের পশ্চিমাংশে বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি নিয়ে এক সন্ত্রাসী নিজেকে উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। যে এলাকায় এ হামলা হয়েছে সেখানে প্রধানত কুর্দি কর্মকর্তাদের বসবাস বেশি। কামিশলি শহর হচ্ছে তুরস্কের সীমান্তে অবস্থিত এবং শহরটিতে সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর প্রাধান্য রয়েছে। তবে শহরটিতে সিরিয়ার সরকারি সেনাদের উপস্থিতি রয়েছে এবং সেনাবাহিনী শহরটির বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে।
উত্তর সিরিয়ার মানবিজ শহর দখলের জন্য যখন কুর্দি বাহিনী আইএস এর উপর চাপ সৃষ্টি করেছে তখন কামিশলি শহরে এ হামলা হলো।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ