আওয়ার ইসলাম: ভারত-শাসিত কাশ্মীরের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে এক অভিনব প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে৷ ভারতের বিখ্যাত ব্যক্তিদের চোখেমুখে ছররা গুলির আঘাত-চিহ্ন এঁকে তাঁদের প্রতি মর্মস্পর্শী চিঠি জুড়ে দেয়া হয়েছে সেখানে৷
কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা চলছে বহু বছর ধরেই৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সামরিক ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায়ই সেখানে ছররা গুলি ব্যবহার করে থাকে৷ তারা এটিকে প্রাণঘাতী নয় বলে দাবি করলেও, গত কয়েকদিনে কাশ্মীরে ঘটে যাওয়া বিক্ষোভ এবং সহিংসতায় অসংখ্য কাশ্মীরবাসী ছররা গুলির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এঁদের মধ্যে শিশু-কিশোররাও রয়েছে, যারা কোনো বিক্ষোভ-স্থলে উপস্থিতই ছিল না৷ ডাক্তাররা বলছেন, এদের মধ্যে অনেকেই চোখে গুলির ক্ষতের কারণে চিরতরে দৃষ্টিশক্তি হারাবেন৷
ফেসবুকে শেয়ার হওয়া ওই প্রতিবাদ ও চিঠিতে ভারতীয় অভিনেতা-অভিনেত্রী শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, সাইফ আলি খান, কাজল ও ঋত্বিক রোশন ছাড়াও স্থান পেয়েছেন রাজনীতিবিদরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সোনিয়া গান্ধীকেও এই প্রচারণার অংশ হিসেবে রাখা হয়েছে৷ এমনকি ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিও আছেন একটি ছবিতে; পাশাপাশি একমাত্র অ-ভারতীয় হিসেবে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
জাকারবার্গের প্রতি কাশ্মীরের তরুণদের নামে লেখা চিঠিতে তুলে ধরা হয়েছে ফেসবুকের কিছু সাম্প্রতিক কর্মকাণ্ড৷ রয়েছে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড'-এর নামে গুলিবিদ্ধদের ছবি সরিয়ে ফেলার কথা অথবা ভারত সরকার যেভাবে কাশ্মীরে মোবাইল ইন্টারনেট ও পত্রিকা বন্ধ করে দিয়েছে, তার কথা৷
একইভাবে নরেন্দ্র মোদীর কাছে লেখা চিঠিটি কাশ্মীরের একজন ডাক্তারের নাম লেখা, যেখানে দীর্ঘদিন ধরে চলমান এই ছররা গুলির ব্যবহারের বিষয়ে অভিযোগ করা হয়েছে৷
‘বিগ বি' অমিতাভ বচ্চনের কাছে লেখা চিঠিটিতে এক গুলিবিদ্ধ যুবকের বাবা অভিযোগ করছেন, এক প্রতিবন্ধীকে সিআরপিএফ বাহিনীর আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে তাঁর সন্তানকে গুলি খেতে হয়েছে৷
সোনিয়া গান্ধীর কাছে লেখা চিঠিটিতে একজন ডাক্তার জানান, তাঁদের সব ডাক্তারদের ঈদের ছুটি বাতিল করে হাসপাতালে ফিরতে হয়েছে, এবং সেখানকার পাঁচ-পাঁচটি অপারেশন টেবিল সারাক্ষণ ব্যস্ত রয়েছে৷
বিরাট কোহলির কাছে লেখা হৃদয়বিদারক চিঠিটি লেখা হয়েছে গুলির আঘাতে দৃষ্টি হারানো এক ক্রিকেটারের নামে৷ ছবিতে দেখানো আহত বিরাটকে সে বলছে ‘হয়ত আমার মতো তুমিও আর বল দেখতে পাবে না৷ অবশ্য আর্মি বলছে, আমরা প্রাণে বেঁচে থাকতে পারবো৷'
এছাড়াও অভিনেতা সাইফ আলি খান ও ঋত্বিক রোশনকে লেখা চিঠিতে ‘ফ্যান্টম' ও ‘মিশন কাশ্মীর' ছবিতে তাঁদের চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে৷
অভিনেত্রী কাজলের কাছে লেখা চিঠিটি গুলিতে আহত এক ন'বছর বয়সি মেয়ের মায়ের৷ মেয়েটির ওপর যখন গুলি চালানো হয়, তখন সে তার নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়ে ছিল৷
বলা বাহুল্য, এমন শক্তিশালী ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে অচিরেই ছড়িয়ে পড়েছে৷ ফেসবুক ও টুইটারে অনেকেই ছবির সেলেব্রিটিদের ট্যাগ করছেন৷ তবে এখনও পর্যন্ত এঁদের কেউ-ই তার জবাব দেননি৷ অনেকে অবশ্য টুইটারে #ইন্ডিয়া-কান্ট-সি অথবা #লেট-কাশ্মীর-ডিসাইড হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁদের মতামত জানাচ্ছেন৷
ছবিগুলো পোস্টকারীরা সব সেলিব্রেটিকে ব্যবহারের আহবানও জানাচ্ছেন যাতে সংশ্লিস্টদের চোখে পড়ে।
এদিকে ছবিগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারতীয়দের মধ্যে৷ কাশ্মীরিদের প্রতি ফেসবুকে এমন প্রচারণায় ক্ষুব্ধ হচ্ছেন অনেক ভারতীয়৷ অনেকেই পাকিস্তানের সহিংসতা ও অস্থিতিশীলতা নিয়ে সেসব ছবিতে মন্তব্য করছেন৷
সূত্র: ডিডব্লিউ
আরআর