সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai_peerনিজস্ব প্রতিনিধি : বাগেরহাটে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি গভীর নিন্দা জানান।

গত ‍শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাটের শরণখোলা উপজেলা সভাপতি আলহাজ সেকান্দার আলী তালুকদার ও সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু সালেহ, মুজাহিদ কমিটির ছদর মাওলানা মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন হাওলাদার ও মো. নূরুজ্জামানকে আটক করে পুলিশ।

মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন একটি নিবন্ধিত বৃহৎ ইসলামী সংগঠন। ইসলামী আন্দোলনের কার্যক্রম প্রকাশ্য, গোপনীয় নয়। এ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে সরকার অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো পড়ুন : শরণখোলায় ইসলামী আন্দোলনের সভাপতিসহ আটক ৫

কেন্দ্র ঘোষিত ৩ মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বর্তমান সরকারের শিক্ষা আইন পরিবর্তন, শিক্ষানীতি থেকে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী পাঠ্যক্রম (সিলেবাস) বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণকালে তাদের আটক করে সরকার দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছে। ঘোষিত কর্মসুচীর বিবরণ কপি প্রশাসনের উর্ধ্বতন মহলে জমা দিয়ে সারাদেশে কর্মসূচী পালনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। তারপরও নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।

অবিলম্বে শরণখোলার ৫ নেতাকর্মী ও ইমাম-খতীবসহ সকলকে নিঃশর্ত মুক্তি না দিলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে উঠবে। এটা কারো জন্য কল্যাণ কর হবে না।

ওএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ