আওয়ার ইসলাম ডেস্ক : সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্ষদের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ রোববার সকালে সেনাসদর কনফারেন্স হলে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১৬ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। তিনি বলেন, ‘পদোন্নতির ক্ষেত্রে পেশাগত মান ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। সেই সঙ্গে তাদের দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে।’
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে সেনাবাহিনীর জন্য গৃহীত উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার তাগিদ এবং সম্প্রতি দেশে ঘটে যাওয়া জঙ্গি হামলার সময়ে সেনাবাহিনীর সদস্যদের কর্মদক্ষতারও প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ