আওয়ার ইসলাম ডেস্ক : ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন মালিকদের দশ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে। এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
পরিবেশের ক্ষতির জন্য তাদের এই অর্থ দেবার কথা বলছে আদালত।
এর আগে ক্ষতিপূরণের অর্থ নির্ধারণ করা হয়েছিলো দিন প্রতি ৫০ হাজার টাকা নির্ধারিত হওয়ার পর তার বিরুদ্ধে আপিল করেন ট্যানারি মালিকরা। সেই আপিলের রায়ে আজ ক্ষতিপূরণের অর্থ পুন:নির্ধারণ করা হলো।
হাজারীবাগে দেড়শ মতো ট্যানারি রয়েছে। কাচা চামড়া প্রক্রিয়ার পর যে সামগ্রী তৈরি হয় তা থেকে অর্থ উপার্জন ও বহু মানুষের কাজের যোগান হলেও এই ট্যানারি শিল্পকে দায়ী করা হয় ভয়াবহ দূষণের জন্য। দূষণের অন্যতম কারণ বর্জ্য শোধনাগারের অভাব।
পরিবেশের ক্ষতির জন্য ২০০১ সালে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেজন্য ঢাকার অদূরে সাভারে নির্দিষ্ট একটি যায়গাও দেয়া হয়।
সূত্র : বিবিসি বাংলা
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ