শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narayongonjনারায়ণগঞ্জ: মহানগরের সিদ্ধিরগঞ্জে তানযিমুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসার ছাত্র আশিকুর রহমান সিয়ামের (৮) রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৭টায় আটি ওবায়দা কলোনি এলাকায় হাবিবুল্লাহ ভবনের সামনে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

মৃত সিয়াম পাঠানটুলি কুমিল্লা পট্টি এলাকার লুৎফর রহমানের ছেলে এবং গত ২ বছর যাবত এ মাদরাসার আবাসিক ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিল।

নিহত সিয়ামের বাবা লুৎফর রহমান বলেন, ‘রোবরার সকালে ছেলে সিয়ামকে মাদরাসায় দিয়ে যাই। রাত সাড়ে ৮টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ ফোন করে জানায় সিয়াম অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসে দেখি আমার ছেলে মৃত। আমি বিচার চাই।’

এদিকে মাদরাসার মক্তব বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে একজন পথচারী সিয়ামকে নিয়ে এসে বলে এ ছাত্রটি আপনাদের। আমরা সিয়ামকে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সিয়ামের মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারবো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে ছাদ থেকে পড়ে মারা গেছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সরাফাত উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে সিয়ামের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ