সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ইলমে দীনের পথে: সফল হবেন কিভাবে? ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madrashaলাবীব আবদুল্লাহ, অতিথি লেখক, আওয়ার ইসলাম টোয়েন্টিফের ডটকম

মাদরাসার অধিকাংশ তালেবে ইলম প্রথমে জীবনের ভিশন মিশন ঠিক করতে হিমশিম খায়৷ তালেবে ইলমের ভিশন মিশন ঠিক করতে এই বিষয়ে অভিজ্ঞ কারোর সহায়তা নিলে ভালো৷ এই বিষয়ে বিশিষ্ট দাঈ, গবেষক ও অগ্রসর চিন্তার আলেম ডক্টর শামসুল হক সিদ্দিকের পরামর্শ কার্যকর ভূমিকা রাখে৷

একক বা যৌথ কোনো আয়োজন করে তাঁকে মেহমান করে ভিশন ও মিশন সম্পর্কে আলোচনা শুনে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা যেতে পারে৷ জীবনে কী করতে চান? কেন চান? কীভাবে চান? এটি প্রথমে নির্ধারণ থাকলে চলার পথটি সহজ হয়৷

মাকতাবাতুল ইসলাম থেকে প্রকাশিত সময় বইটি সহায়ক হবে তালেবে ইলমের৷ তালেবে ইলমের জীবনের ভিশন মিশন ঠিক করে ইদারাতুল আওকাত বা টাইম ম্যানেজমেন্ট বিষয়ে লিখিত বইগুলো পড়া যেতে পারে৷ সাধারণত মাদরাসায় শাওয়াল মাসের শেষের পনর দিন নসিহত পর্ব চলে এবং কিতাবের তারিফ, গরজ, মাউজু নিয়ে আলোচনা৷ এই সময়ে সবক থাকে অল্প৷

আল্লামা আলী মিয়াঁ নদভী রহ এর তালেবে ইলমের উদ্দেশ্যে প্রদত্ত নসীহতের সংকলন পা জা সুরাগে জিন্দেগী কিতাবটি পড়া যেতে পারে৷ আদীব হুজুর কিতাবটি অনুবাদ করেছেন তালেবে ইলমের জীবন পথের পাথেয়৷ ঝরঝরে গদ্যে অনুবাদ৷ বইটি বার বার পড়ার মতো৷ বিজ্ঞ ও শীর্ষ আলেম মাওলানা আবদুল মালেক প্রদত্ত শিক্ষা পরামর্শের সংকলন পথ ও পাথেয় বইটি প্রকৃত অর্থেই একজন তালেবে ইলমের পাথেয়৷ সেটি পড়ার টেবেলে রাখতেই হবে৷ মাসিক আলকাউসারে শিক্ষা পরামর্শ সংকলন পথ ও পাথেয়৷ আরবী আদীব মাওলানা সফিউল্লাহ ফুআদ রচিত একাধিক বই প্রকাশিত তালেবে ইলমের সঠিক দিকনির্শনায়৷

বাংলা বাজার ইসলামিক টাওয়ার বা বাড্ডায় মাকতাবাতুল আযহারসহ অন্যন্য মাকতাবায় কিতাবগুলো পাওয়া যাবে৷ কিতাবঘর বা রকমারি ডটকমে মাদরাসায় বসেই বইগুলো পাওয়া যাবে৷ প্রয়োজন সদিচ্ছা৷ মাদরাসায় ভর্তি হয়ে প্রথম কাজ কিতাবের একটি সংগ্রহশালা করে নেওয়া৷ কোথায় কিতাবে সংগ্রহ আছে, কোন লাইব্রেরিতে কী জাতীয় কিতাব পাওয়া যায় তার সন্ধান করা৷ একজন তালেবে ইলমকে দরস থেকেও ইলম হাসিল করতে হবে৷ ইলমকে ইযদিয়াদ ও সমৃদ্ধ করতে হবে মুক্তপাঠের মাধ্যেমেও৷ এই মুক্তপাঠেও প্রয়োজন প্রকৃত রাহবরের৷ নির্দেশনার৷ সংকীর্ণমনা কোনো তালিমী মুরব্বী নির্ধারণ করলে তিনি সর্বনাশ করে ফেলেন অধিক না না বলে৷ পড়ায় হা হা বলা ভালো৷ কী পড়বে কী পড়বে না এই বিষয়ে গভীর জ্ঞানী ও প্রজ্ঞাপাগল ছাড়া অন্যরা তালেবে ইলমকে কেউ গাইড করতে পারবেন না৷ তালেবে ইলমের মূল পূঁজি সময় এবং সময়৷ সময় যথাযথ কাজে লাগালে সফল হবে একজন তালেবে ইলম৷ নষ্টসময়ের যুগে সময় নষ্ট করলে ব্যর্থ ও হতাশ হতে হবে৷

সময় অপচয় করলে ব্যর্থ হবে জীবনের সব ভিশন মিশন৷ মাদরাসায় ভর্তি হয়ে দেশের শীর্ষ আলেমদের আলেম হয়ে ওঠার গল্প পড়তে পারেন বা শুনতে পারেন৷ তালিকা করে দেশের সেরা বিশজন আলেমের জীবনী পড়তে পারেন৷ জীবনে যারা সফল৷ জীবনে যাদের অবদান জাতীয় পর্যায়ের৷ উপমহাদেশের আরও দশজন শীর্ষ আলেমের তালিকা করতে পারেন যারা আন্তর্জাতিক পর্যায়ের আলেম৷ তাদের জীবনীও সংগ্রহ করে পড়তে পারেন৷ এই জীবনী পাঠ জীবনের ভিশন মিশন বাস্তবায়ণে সহায়তা করবে৷ হতে পারে আপনার পাশে প্রবীন কোনো আলেম আছেন৷ অভিজ্ঞ৷ প্রাজ্ঞ৷ আপনি তাঁর কাছে সময় নিয়ে ছুটির কোনো এক দিনে হাজির হয়ে আকাবিরের গল্প শুনতে পারেন৷ জীবনে বেড়ে ওঠার গল্প৷ সফল হবার গল্প৷ শুনতে পারেন সেই আলেমের জীবনে যা দেখেছেন সেই গল্পও৷ এই গল্প আপনাকে এগিয়ে নেবে৷ এই গল্প আপনাকে করবে উজ্জীবিত, প্রানবন্ত৷

pakistan madrasa

ভর্তি হয়ে প্রথমেই মাদরাসার নিয়ম কানুন, মাদরাসার উসূল জাওয়াবেতগুলো জেনে নিন৷ জেনে নিন মাদরাসার কোন উস্তাযের মেজাজ মর্জি কেমন৷ জেনে ইস্তেফাদা করার কৌশলপত্র তৈয়ার করতে পারেন৷ শুধু দরসে নয়; পৃথক সময় নিন উস্তাযের কাছে৷ আলোচনা করে জেনে নিন ইলমের নানা বিষয়৷ ইলমে দীনের পথ ত্যাগ ও কষ্টের পথ৷ জীবনের সবকিছু দিলে ইলম আপনাকে কিছুটা দেবে৷ ইলম বডৃ কৃপণ৷ আপনি জীবনের সবকিছু তাঁকে দান করলে সে কিছুটা উদার হয়ে আপনাকে দেবে৷

এই যুগ বিজ্ঞানের৷ ইলমের ক্ষেত্রে জাহালতের৷ সর্বপ্লাবী অজ্ঞতা৷ এই অজ্ঞতা মূর্খতার অন্ধকারময় চাদর সরিয়ে ইলম ও হিকমার আলোর পথে জীবন চালাতে হবে৷ এই পথ চলতেই মাদরাসায় ভর্তি এবং ইলমের সফরে অনন্ত পথ চলা৷ পথচলা নিরবধি৷ পথ দূরে৷ পথ কাছে৷ এই পথে আছে প্রশান্তি৷ এই পথটির শেষ সীমানা অনন্ত সুখের জান্নাত৷ সুখময় জান্নাতের পথ হলো ইলমের দীনের পথ৷

লেখক: পরিচালক, মাদরাসা ইবনে খালদুন ময়মনসিংহ
17/7/2016 সকাল ৬টা

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ