লাবীব আবদুল্লাহ, অতিথি লেখক, আওয়ার ইসলাম টোয়েন্টিফের ডটকম
মাদরাসার অধিকাংশ তালেবে ইলম প্রথমে জীবনের ভিশন মিশন ঠিক করতে হিমশিম খায়৷ তালেবে ইলমের ভিশন মিশন ঠিক করতে এই বিষয়ে অভিজ্ঞ কারোর সহায়তা নিলে ভালো৷ এই বিষয়ে বিশিষ্ট দাঈ, গবেষক ও অগ্রসর চিন্তার আলেম ডক্টর শামসুল হক সিদ্দিকের পরামর্শ কার্যকর ভূমিকা রাখে৷
একক বা যৌথ কোনো আয়োজন করে তাঁকে মেহমান করে ভিশন ও মিশন সম্পর্কে আলোচনা শুনে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা যেতে পারে৷ জীবনে কী করতে চান? কেন চান? কীভাবে চান? এটি প্রথমে নির্ধারণ থাকলে চলার পথটি সহজ হয়৷
মাকতাবাতুল ইসলাম থেকে প্রকাশিত সময় বইটি সহায়ক হবে তালেবে ইলমের৷ তালেবে ইলমের জীবনের ভিশন মিশন ঠিক করে ইদারাতুল আওকাত বা টাইম ম্যানেজমেন্ট বিষয়ে লিখিত বইগুলো পড়া যেতে পারে৷ সাধারণত মাদরাসায় শাওয়াল মাসের শেষের পনর দিন নসিহত পর্ব চলে এবং কিতাবের তারিফ, গরজ, মাউজু নিয়ে আলোচনা৷ এই সময়ে সবক থাকে অল্প৷
আল্লামা আলী মিয়াঁ নদভী রহ এর তালেবে ইলমের উদ্দেশ্যে প্রদত্ত নসীহতের সংকলন পা জা সুরাগে জিন্দেগী কিতাবটি পড়া যেতে পারে৷ আদীব হুজুর কিতাবটি অনুবাদ করেছেন তালেবে ইলমের জীবন পথের পাথেয়৷ ঝরঝরে গদ্যে অনুবাদ৷ বইটি বার বার পড়ার মতো৷ বিজ্ঞ ও শীর্ষ আলেম মাওলানা আবদুল মালেক প্রদত্ত শিক্ষা পরামর্শের সংকলন পথ ও পাথেয় বইটি প্রকৃত অর্থেই একজন তালেবে ইলমের পাথেয়৷ সেটি পড়ার টেবেলে রাখতেই হবে৷ মাসিক আলকাউসারে শিক্ষা পরামর্শ সংকলন পথ ও পাথেয়৷ আরবী আদীব মাওলানা সফিউল্লাহ ফুআদ রচিত একাধিক বই প্রকাশিত তালেবে ইলমের সঠিক দিকনির্শনায়৷
বাংলা বাজার ইসলামিক টাওয়ার বা বাড্ডায় মাকতাবাতুল আযহারসহ অন্যন্য মাকতাবায় কিতাবগুলো পাওয়া যাবে৷ কিতাবঘর বা রকমারি ডটকমে মাদরাসায় বসেই বইগুলো পাওয়া যাবে৷ প্রয়োজন সদিচ্ছা৷ মাদরাসায় ভর্তি হয়ে প্রথম কাজ কিতাবের একটি সংগ্রহশালা করে নেওয়া৷ কোথায় কিতাবে সংগ্রহ আছে, কোন লাইব্রেরিতে কী জাতীয় কিতাব পাওয়া যায় তার সন্ধান করা৷ একজন তালেবে ইলমকে দরস থেকেও ইলম হাসিল করতে হবে৷ ইলমকে ইযদিয়াদ ও সমৃদ্ধ করতে হবে মুক্তপাঠের মাধ্যেমেও৷ এই মুক্তপাঠেও প্রয়োজন প্রকৃত রাহবরের৷ নির্দেশনার৷ সংকীর্ণমনা কোনো তালিমী মুরব্বী নির্ধারণ করলে তিনি সর্বনাশ করে ফেলেন অধিক না না বলে৷ পড়ায় হা হা বলা ভালো৷ কী পড়বে কী পড়বে না এই বিষয়ে গভীর জ্ঞানী ও প্রজ্ঞাপাগল ছাড়া অন্যরা তালেবে ইলমকে কেউ গাইড করতে পারবেন না৷ তালেবে ইলমের মূল পূঁজি সময় এবং সময়৷ সময় যথাযথ কাজে লাগালে সফল হবে একজন তালেবে ইলম৷ নষ্টসময়ের যুগে সময় নষ্ট করলে ব্যর্থ ও হতাশ হতে হবে৷
সময় অপচয় করলে ব্যর্থ হবে জীবনের সব ভিশন মিশন৷ মাদরাসায় ভর্তি হয়ে দেশের শীর্ষ আলেমদের আলেম হয়ে ওঠার গল্প পড়তে পারেন বা শুনতে পারেন৷ তালিকা করে দেশের সেরা বিশজন আলেমের জীবনী পড়তে পারেন৷ জীবনে যারা সফল৷ জীবনে যাদের অবদান জাতীয় পর্যায়ের৷ উপমহাদেশের আরও দশজন শীর্ষ আলেমের তালিকা করতে পারেন যারা আন্তর্জাতিক পর্যায়ের আলেম৷ তাদের জীবনীও সংগ্রহ করে পড়তে পারেন৷ এই জীবনী পাঠ জীবনের ভিশন মিশন বাস্তবায়ণে সহায়তা করবে৷ হতে পারে আপনার পাশে প্রবীন কোনো আলেম আছেন৷ অভিজ্ঞ৷ প্রাজ্ঞ৷ আপনি তাঁর কাছে সময় নিয়ে ছুটির কোনো এক দিনে হাজির হয়ে আকাবিরের গল্প শুনতে পারেন৷ জীবনে বেড়ে ওঠার গল্প৷ সফল হবার গল্প৷ শুনতে পারেন সেই আলেমের জীবনে যা দেখেছেন সেই গল্পও৷ এই গল্প আপনাকে এগিয়ে নেবে৷ এই গল্প আপনাকে করবে উজ্জীবিত, প্রানবন্ত৷
ভর্তি হয়ে প্রথমেই মাদরাসার নিয়ম কানুন, মাদরাসার উসূল জাওয়াবেতগুলো জেনে নিন৷ জেনে নিন মাদরাসার কোন উস্তাযের মেজাজ মর্জি কেমন৷ জেনে ইস্তেফাদা করার কৌশলপত্র তৈয়ার করতে পারেন৷ শুধু দরসে নয়; পৃথক সময় নিন উস্তাযের কাছে৷ আলোচনা করে জেনে নিন ইলমের নানা বিষয়৷ ইলমে দীনের পথ ত্যাগ ও কষ্টের পথ৷ জীবনের সবকিছু দিলে ইলম আপনাকে কিছুটা দেবে৷ ইলম বডৃ কৃপণ৷ আপনি জীবনের সবকিছু তাঁকে দান করলে সে কিছুটা উদার হয়ে আপনাকে দেবে৷
এই যুগ বিজ্ঞানের৷ ইলমের ক্ষেত্রে জাহালতের৷ সর্বপ্লাবী অজ্ঞতা৷ এই অজ্ঞতা মূর্খতার অন্ধকারময় চাদর সরিয়ে ইলম ও হিকমার আলোর পথে জীবন চালাতে হবে৷ এই পথ চলতেই মাদরাসায় ভর্তি এবং ইলমের সফরে অনন্ত পথ চলা৷ পথচলা নিরবধি৷ পথ দূরে৷ পথ কাছে৷ এই পথে আছে প্রশান্তি৷ এই পথটির শেষ সীমানা অনন্ত সুখের জান্নাত৷ সুখময় জান্নাতের পথ হলো ইলমের দীনের পথ৷
লেখক: পরিচালক, মাদরাসা ইবনে খালদুন ময়মনসিংহ
17/7/2016 সকাল ৬টা
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর