ঢাকা : এবার ফ্রান্সে একটি উৎসবে জড়ো হওয়া মানুষের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ভয়াবহ এ হামলার ঘটনায় নিহত হয়েছেন ৮৪ জন। আহত শতাধিক। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরের কাছাকাছি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই উৎসবে জড়ো হওয়া মানুষের ওপর হঠাৎ একটি লটি চলতে থাকে এবং সেখান থেকে সন্ত্রাসীরা মুহূর্মুহু গুলি ছুড়তে থাকে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় এ বর্বর ঘটনার শিকার হয়েছেন নিরীহ মানুষ। পুলিশ চালককে গুলি করে হত্যা করে ট্রাকটিকে থামিয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
তবে এটি জঙ্গিহামলা বলে নিশ্চিত করা হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ ছাড়াও কোনো জঙ্গি সংগঠন এ পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
নিস শহরটি ইতালি সীমান্তের কাছাকাছি অবস্থিত। ঘটনার পর স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ নিজ শহর আবিনিউ থেকে প্যারিসে গেছেন।
গণমাধ্যম জানায়, বাস্তিল দিবস উদযাপন করতে বহু লোক ওই সময় শহরের বিখ্যাত প্রমেনেদ দে আঁগলাইসে জড়ো হয়েছিলেন। সেই ভিড়ের মধ্যে দিয়ে ৭৫ টনি ওই লরি একশ মিটারের বেশি রাস্তা এগিয়ে যায়।
উল্লেখ্য, বাস্তিল দুর্গ পতনের দিবস হিসেবে ফ্রান্সে জাতীয়ভাবে দিনটি পালন করা হয়, এ উপলক্ষেই শহরটিতে নানা অনুষ্ঠান চলছিল। উৎসবে মাততে রাস্তায় নেমেছিল মানুষ।
স্থানীয় সরকারের প্রধান ক্রিস্তিয়ান এসত্রোসি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ট্রাকচালক জনতার ওপর গুলিও চালাচ্ছিল। ওই ট্রাকে অস্ত্র ও গ্রেনেডও পাওয়া গেছে।
সোশাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, বহু লোক মানুষ রাস্তার ওপর পড়ে আছে। দিশেহারা হয়ে ছোটাছুটি করছে আতঙ্কিত মানুষ।
শহরের বাসিন্দারা জানায়, ‘আমরা কয়েকটি গুলির শব্দও শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম, সেগুলো হয়তো আতশবাজির শব্দ। কিন্তু সবাইকে দৌড়ে পালাতে দেখে আমরাও আতঙ্কিত হয়ে পড়ি। পরে আমরা একটি হোটেলে আশ্রয় নিই।’
গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের থিয়েটার সেন্টারসহ তিন স্থানে একযোগে সন্ত্রাসী হামলায় ১৪৭ জনের মৃত্যু হয়। বহু হতাহতের ওই ঘটনার পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা রয়েছে, তার মধ্যেই এই ঘটনা ঘটল।
ভিডিওতে দেখুন কিভাবে ট্রাক হামলা করল জনতার উপর
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর