সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

একজন খতীবের জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

juma_boyanলাবীব আবদুল্লাহ: আমি খতীব৷ আমি একটি মসজিদের খতীব৷ প্রতি জুমাবারে আমি মিম্বর থেকে দাঁড়িয়ে আল্লাহর কথা বলি৷ রাসুলের প্রতি দরুদ পড়ি৷ আলে রাসূলের প্রতি শান্তির দুআ করি৷ নবী রাসূলের কথা বলে শান্তি নাজিলের দুআ করি৷ মিম্বর থেকে ইসলাম প্রচারের কথা বলি৷ দেশের ও আন্তর্জাতিক সমস্যার কথা বলে দরবারে ইলাহীতে দুআ করি৷ মুসলিম উম্মাহর ঐক্যের কথা বলি৷ মুসলিম দেশে অমুসলিমের অধিকারের কথা বলি৷

কথা বলি মাদকতার বিরুদ্ধে৷ ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে৷ মিম্বর থেকে ধ্বণিত হয় তাওহিদ রিসালাত ও আখেরাতের কথা৷ কথা হয় জান্নাতের নিয়ামতের৷ জাহান্নামের ভয়াবহতার৷

আমি মিম্বর থেকে দেশপ্রেমের কথা বলি৷ দেশের স্বাধীনতার রক্ষার কথা বলি৷ দেশের সকল বাহিনীর মর্যদা ও আত্মত্যাগের কথা বলি৷ দেশে শান্তি ও শৃংক্ষলার কথা বলি৷ আমি খতীব আমার মুসল্লি সকল শ্রেণির লোক৷ সকল পেশার লোক৷ সকল দলের লোক৷ চৌদ্দ দলের লোক৷ বিশ দলের লোক৷ আমার ইমামতিতে দেশের সকল শীর্ষস্থানীয় লোক নামায আদায় করেন৷ আমি সবার খতীব৷ আমি ভালোবাসা ও সম্প্রীতিক জয়গান গাই মিম্বর থেকে৷ আমি সমাজ বিনির্মাণের কথা বলি৷ আমি কথা বলি গড়ার৷ সমাজ গড়ার৷ আদর্শ সমাজ৷

আমি কথা বলি পারিবারিক বন্ধন সুদৃঢ করার৷ আমি কথা বলি পিতামাতার মর্যদার৷ অধিকারের৷ আমি হক্কুল্লাহর কথা বলি৷ আমি কথা বলি হক্কুল ইবাদের৷ আমি কথা বলি মানবাধিকারের৷ কথা বলি বিশ্বশান্তি বজায় রাখার৷ মিম্বর থেকে আল্লাহর প্রতি ভালোবাসার কথা বলি৷ নামায রোযা হজ যাকাতের কথা বলি৷ কথা বলি ইসলামের সৌন্দর্যের৷ ইসলামের গৌরবময় অতীতের৷ দেশের ইতিহাস ঐতিহ্যের৷ সংস্কৃতি ও সভ্যতার৷ কথা বলি হারানো স্পেনের৷ দিল্লির লাল কেল্লার৷ কুতুব মিনারের৷

মিম্বর ও মেহরাব থেকে বিশ্বমানবতার কল্যাণের গান গাই৷ আমি আয়াত পড়ি৷ আমি আল্লাহর কুদরতের কথা বলি৷ আমি শাসকের ভাঙ্গা গড়ার ইতিহাস বলি৷ আমি অতীত বলি৷ বর্তমান বলি৷ আমার কণ্ঠস্বর সন্দর আগামীর কথা বলে৷ আমি জুমার দিনে ঈদের আনন্দ পাই৷ আমি জুমার দিনে জুব্বা পরিধান করি৷ আমি আতর সুরমায় সজ্জিত হই৷ আমার হাতে একটি লাঠি থাকে সকল শয়তান তাড়ানোর জন্য৷ আমার হাতে তসবিহর দানায় উচ্চারিত হয় আল্লাহু আল্লাহ৷ আমি মিম্বর থেকে কুরআনের কথা বলি৷ ইসলামী আইনের গৌরবময় অতীতের কথা বলি৷ ইতিহাস ঐতিহ্যের কথা বলি৷ আমি হামদ ছানার কথা বলি৷ আমি সোনালি যুগের কথা বলি৷ আমি কথা বলি খোলাফায়ে রাশেদার৷ আদল ইনসাফের কথা বলি৷ কথা বলি সাম্যের৷ সম্পদের সুষম বণ্টনের৷ আমি গরীবের অধিকারের কথা বলি ধণিক বনিকের সম্পদে৷

পৃথিবীর সকল মিম্বরের খতীব আমার ভাই৷ স্বজাতী৷ আমরা এক দেহ এক প্রাণ৷ আমরা মসজিদে নববীর উত্তরসুরি৷ নবীজির পবিত্র মিম্বরের আমানতদার৷ অতীতেও আমার সত্য উচ্চারণে শাষকরা চিন্তিত হয়েছে৷ ভবিষ্যতেও হবে কিন্তু এই চিন্তার কোনো কারণ নেই আমরা সরকারের সুন্দের প্রশংসা করি অসুন্দরের সংশোধণে দুআ করি৷ আমাদের মিম্বর শাসকের সিংহাসন থেকেও মর্যদার৷ কত শাসক রাজ রাজারা আমার পেছনে ইকতেদা করেন এবং আমার ওয়াজ নসীহতে জীবন পাল্টে ফেলে ইবরাহীম আদহাম হয়ে ওঠেন৷

আমি খতীব৷ আমি শান্তির পক্ষে শ্লোগান দেই প্রতি জুমায়৷ আমি খতীব৷ আমি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি৷ সকল সন্ত্রাসের বিরুদ্ধে আমার অবস্থান৷ স্পষ্ট অবস্থান৷ আমি জঙ্গিবাদের ধবংস কামনা করি৷ জঙ্গিবাদ মুসলিম উম্মাহর দেহে এক ক্যানসার৷ প্রচলিত জঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই৷ ইসলাম শান্তির৷ ইসলাম দাওয়াহর৷ ইসলাম প্রশান্তির ঠিকানা৷ প্রচলিত জঙ্গিবাদের সাথে ইসলামে বর্ণিত জেহাদের কোনো সম্পর্ক নেই৷ কুরআনে বর্ণিত জেহাদ সন্ত্রাস নির্মূলের হাতিয়ার৷ নবীজির জেহাদের সাথে প্রচলিত জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই৷

এই মানুষ খুনের বিরুদ্ধে আমার মিম্বর৷ নিরীহ নিরাপরাদ মানুষ খুনের বিরুদ্ধে আমার মিম্বর ও মেহরাব৷ আমার দেশে বিদেশীরা মেহমান৷ অতিথি৷ আমি তাদের ইসলামের কথা বলে দাওয়াত দিতে পারি কিন্তু আমি হত্যার কথা বলতে পারি না৷ ইসলামী শরীয়াহ এটির কোনো অনুমোদন দেয় না৷ আমি মিম্বর থেকে দেশের কোনো ক্ষতি হবে তা বলি নাই বলবো না৷ এই ক্ষতি অর্থনৈতিক হোক বা ইমেজ সংকটের৷

juma_baitul

বাংলাদেশ আমার প্রিয় দেশ৷ সুজলা সুফলা এই দেশের নদীর রুপের গান গাই মিম্বর থেকে৷ কবিতা আবৃত্তি করি মিম্বর থেকে৷ দেশের স্বাধীনতা রক্ষায় জীবনবাজি রেখে লড়াইয়ের কথা বলি৷ জঙ্গিরা জাতীয় দুশমন৷ তাদের খুনের খেলার বিরুদ্ধে কথা বলি৷ তবে তা নবীজির মিম্বরকে অনুসরণ করেই৷

পৃথিবীর সকল জুলম অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমার মিম্বর৷ মিডিয়ায় আমাকে নিয়ে আমার মিম্বর নিয়ে আমার মেহরাব নিয়ে আমার মিনার নিয়ে যারা কথা বলে, সন্দেহ করে তোমরা এসো বার বার এসো প্রতি জুমায় এসো এবং শোনো আমি কী বলি? সন্দেহবাদী হয়ে আমার নবীর মিম্বরকে সন্ত্রাসের অপবাদ দিয়ো না৷ আমার মিম্বর শান্তির টাওয়ার৷ শান্তির প্রতীক৷ আমাকে নিয়ন্ত্রণের অপচেষ্টা করো না কেউ আমি কুরআন হাদীস দ্বারা নিয়ন্ত্রিত৷ সুন্নাহর দ্বারা নিয়ন্ত্রিত৷

কোটি জনতা আমার খুতবা শোনে সেই চৌদ্দ শত বছর থেকে৷ আমার বিরুদ্ধে কেউ সন্ত্রাসের অভিযোগ প্রমাণ করতে পরে নাই আজও৷ তোমরা অনর্থক ঘুমন্ত শার্দুলগুলোকে ক্ষেপিয়ে দিয়ো না৷ মিম্বরগুলো জনতার কণ্ঠস্বর৷ দেশ প্রেমের৷ সেই শান্ত মিম্বরকে অস্থির করো না৷

দেশের সাড়ে চার লাখ মিম্বর একটি মিডিয়া৷ দেশের পক্ষেইই কথা বলে৷ ঈদের মিম্বরগুলো লাখ লাখ৷ দেশের পক্ষে কথা বলে৷ এই লাখ লাখ মিম্বর সন্ত্রাসের বিপক্ষে কথা বলে৷ নতুন করে তাদের খুতবা চাপিয়ে বা খুতবা লিখে অনুরোধ বা বাধ্য করো না কেউ৷ দেশের সব খতীব দেশের পক্ষে শান্তির কথা বলেন প্রতি জুমায়৷ দুআ হয় দেশেরসমৃদ্ধির জন্য৷

দেশের সকল খতীব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সেই যুগ যুগান্তর৷ তাদের নতুন করে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার সবক শেখানোর কোনো প্রয়োজন নেই৷ তাঁরা মসজিদে মসজিদে শান্তির পায়রা উড়ায়৷ মিম্বরগুলো শান্তি ও সমৃদ্ধির কথা বলে৷ মিনার থেকে দেশপ্রেমের গানের সূর বেজে ওঠে৷

মাওলানা লাবীব আব্দুল্লাহ, খতীব, মাদরাসার উস্তাজ
১৫/৭/২০১৬ জুমাবার সকাল ৬টা

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ