মুনীরুল ইসলাম-এর একগুচ্ছ ঈদের ছড়া
ঈদের উপহার
কুরিয়ার সার্ভিসে
বিশ টাকা পারপিসে
সবুজের বড় মামা ঢাকা থেকে
এক প্যাক পাঠালো,
প্যাকে দুই দিক ছিল
ডানে নাম ঠিক ছিল
তারপর সবুজের ঠিকানা, মুখে মারা
‘কসটেপ’ আঁঠালো।
প্যাক পেয়ে কত বাক
বিস্ময়ে হতবাক
কী আছে এ প্যাকে গতকাল পাঠালো
মুশতাক মামা যে,
এই প্যাক খুললো
সব দুখ ভুললো
কী দারুণ সবুজের ঈদুল ফিতরের
একসেট জামা যে!
খুশির ঝাঁপি
ঈদের দিনের মিষ্টি ভোরে
ফেরেশতারা মোড়ে মোড়ে
পুরস্কারের দিচ্ছে এলান
নেড়ে কোমল হাত,
ছিল যারা দুখে কাতর
পায়নি জামা সুরমা আতর
ওদের জন্যও খুশির ঝাঁপি
আজকে হলো কাত।
সেখান থেকে নিচ্ছে খুশি
মনের জ্যাবে ভরে
খুশির ঝাঁপি এমন করে
থাকুক বছর ধরে।
ঈদের ফোঁটা
আকাশ থেকে বৃষ্টি হয়ে
পড়–ক ঈদের ফোঁটা
সেই ফোঁটাতে কষ্ট চরম
ভিজে ভিজে হোকনা নরম
সুবাস ছড়াক গোলাপ চাপা
হাসনাহেনার বোঁটা
সেখান থেকে সুবাস পাবে
বড়-মেঝো-ছোটা
চিকনা এবং মোটা।
হিমালয়ের চূড়া থেকে
আসুক ঈদের হাওয়া
সেই হাওয়াতে হোকনা শীতল
ঝিরি ঝিরি বাজুক গীতল
আজকে হবে মিলেমিশে
সুখ-সাগরে নাওয়া
হবে মজার খাওয়া
আনন্দহীন এমন সময়
ঈদটা পরম পাওয়া।
যুদ্ধদেশের ঈদ
তোমরা সবাই ঈদের চাঁনে
শেষ বিকেলের নীলাসমানে
রকম রকম খেলনা-জামার
নতুন আমেজ পাও,
যুদ্ধদেশের শিশুর মনে
ভীতি থাকে প্রতিক্ষণে
ওই বাঁকা চাঁদ জুলুমবাজের
কামান বোঝাই নাও।
তোমরা সুখের সাগর বেয়ে
ঈদের পায়েস ফিরনি খেয়ে
স্মৃতির ঝাঁপি উল্টে দিতে
খোঁজো মায়ের কোল,
ওরা শোকের অশ্রু ফেলে
উপোস পাখির ডানা মেলে
বাবা-মায়ের আদর বিহীন
কষ্টে তো খায় দোল।
ঈদ এসেছে
ঈদ এসেছে ওই যে খুশির
নৌকা ভেসেছে
দুঃখগুলো ঈদের কাছে
আজকে ফেঁসেছে।
ঈদ এসেছে ছোট্ট মণির
মনটা হেসেছে
বুড়ো দাদু সুখের ছোঁয়ায়
একটু কেশেছে।
ঈদ এসেছে ধনী-গরিব
সবাই মেশেছে
নতুন জামা-জুতো পেয়ে
সবাই হেসেছে।
ঈদ এসেছে মামার কাছে
ভাগ্নে ঘেঁসেছে
ঈদের সাথে লুবনা-তোহ্ফার
আব্বু এসেছে।
নকীব মাহমুদ এর একগুচ্ছ ঈদের ছড়া
আজকে খুশির ঈদ
ভোর না হতেই খোকন সোনার
ভাঙলো গভীর নিদ
আজকে খুশির ঈদ৷
আজকে খোকন গোমরা মুখে
রইবে না আর ঘরে
নিজের খাবার বিলিয়ে দেবে
অনাহারির তরে৷
আজকে খোকন নতুন জামায়
সাজবে নতুন সাজ
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
করবে নেকির কাজ৷
আজকে খুশির ঈদ
নতুন চাঁদের মিষ্টি হাসি দেয় ভুলিয়ে নিদ৷
ঈদের খুশি
ঈদের দিনে তারাই হাসে
যাদের আছে টাকা
ঈদের দিনে তারাই খুশি
যাদের আছে কাকা৷
ঈদের দিনে হাসে যাদের
আছে নতুন জামা
ঈদের দিনে খুশি তারা
যাদের আছে মামা৷
এতো হাসি খুশির মাঝে
কাঁদে কিছু লোক
যাদের মনে আছে শুধু
কষ্ট এবং শোক৷
চোখটি মেলে তাদের দিকে
একটু দেখো চেয়ে
ঈদের দিনে তারাও হাসুক
সবার আদর পেয়ে৷
চাঁদ উঠেছে
নীল আকাশে চাঁদ উঠেছে
কালকে হবে ঈদ
খোকন সোনা আয়রে সবে
যাইরে ভুলে নিদ
নতুন জামায় নতুন সাজে
সাজবো ঈদের সাজ
করবো সবে ঈদের দিনে
নেকির যতো কাজ
ঈদের দিনে কেউ রবো না
ঘরের কোনে পড়ে
ঈদের খুশি বিলিয়ে দেবো
সবাই সবার তরে৷
ঈদ আসে
ঈদ আসে বাড়ি বাড়ি
নিয়ে খুশি হাড়ি হাড়ি
রাত ভোর দুপুরে
ছেলে মেয়ে মিলে মিলে
সাজি এক দিলে দিলে
জামা জুতো নুপুরে৷
বাড়ি বাড়ি চড়ে চড়ে
খাই পেট ভরে ভরে
ভুলে মান অভিমান
সারাদিন হাসাহাসি
থাকি সবে পাশাপাশি
হাসি খুশি অভিযান৷
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর