শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

‘মানুষ হত্যা মহাপাপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sheikh-hasin_8259ঢাকা : শান্তির ধর্ম ইসলামকে হেয় প্রতিপন্ন করতে ও বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে জঙ্গি হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,  নিরীহ মানুষকে হত্যা করা মহাপাপ। জান্নাতে তো তাদের ঠাঁই হবে না।

বুধবার দুপুরে গণভবনে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা সৃষ্টি করতে জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মঙ্গলবারও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শোলাকিয়ায় ঈদের জামায়াতের আগে পুলিশের ওপর হামলা করা হয়। গুলশানের হামলাতেও ২ পুলিশ সদস্য মারা গেছেন। তিন বাংলাদেশিসহ ২০ জন ওই হামলায় মারা গেছেন। এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। এটা ঘৃণ অপরাধ।’

তিনি বলেন, ‘আমি ঠিক জানিনা কেন ইসলাম ধর্মকে হেয় করে এ হামলা চালানো হচ্ছে। যারা এ ঘটনা ঘটাচ্ছে তারা নামি দামি বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের ছাত্র। উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের কোনো চাহিদা তো অপূরণ থাকে না। তাহলে এসব কাণ্ড কেন।’

তিনি জানান, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান দেবে না।

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি যখন উজ্জল তখন এ ধরেনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে রুখে দাঁড়াতে হবে। জনপ্রতিনিধিসহ নিজ নিজ পেশা থেকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘এখন মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। যখন মানুষের কল্যাণ হচ্ছে তখন এসব কর্মকাণ্ড ঘটিয়ে বিশ্বের সামনে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা হতে দেওয়া হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা, উপজেলা পর্যায়ে জঙ্গিবাদবিরোধী কমিটির কার্যক্রম এগিয়ে আনতে হবে। যারা বিপথে নিচ্ছে তাদের খুঁজে বের করতে হবে। বিশেষ করে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘ইসলাম ধর্মকে অবমাননা করে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আসুন সকলে মিলে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলি।’

/আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ